মোঃ খায়রুল ইসলাম সাব্বির, হবিগঞ্জ সদর : হবিগঞ্জ তেঘরিয়া এবং পোদ্দার বাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে চোরাই বিদ্যুৎ লাইন ব্যবহার করে টমটম, মিসুক, ব্যাটারি চালিত ইজি বাইক চার্জ করা হতো।
গোপন সংবাদ এর ভিত্তিতে হবিগঞ্জ শহরে পোদ্দার বাড়ি এবং তেঘরিয়া এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে চার্জ করায় ব্যটারি চালিত ইজিবাইক এর ২ গ্যারেজে ভ্রমমার আদালতের পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (২০ জুলাই) মধ্যরাতে হবিগঞ্জ পোদ্দার বাড়ী এবং তেঘরিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান খান’র নেতৃত্বে একটি অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
একই সাথে ওই চোরাই বিদ্যুৎ ব্যবহারকারী দুটি গ্যারেজের মালিকের বিরুদ্ধে ১০ লক্ষ ১ হাজার ১৬৯ টাকা জরিমানা করে বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান খান জানান, পোদ্দারবাড়ি এলাকার একটি গ্যারেজে ৮ লাখ ৮ হাজার ৯৩৭ টাকা এবং তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে অপর এক গ্যারেজ মালিককে ১ লাখ ৯২ হাজার ৫৩২ টাকা জরিমানা করে মামলা দায়ের করা হয়।
অভিযানকালে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’র কর্মকর্তা এবং হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ উপস্থিত ছিল।