মোঃ জাকির হোসেন মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহপুর উত্তর সরাসরি প্রথম বিদ্যালয়ের পানি নিষ্কাশনের একমাত্র স্বাভাবিক পথটি অবৈধ দখলের কারনে বৃষ্টি হলেই বিদ্যালয়ের আঙ্গিনায় জলাবদ্ধতা দেখা দেয়।
সোমবার (২৭ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের ময়লা আবর্জনা বৃষ্টির পানিতে এসে জমা হচ্ছে আঙ্গিনায়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দিয়ে ছিল। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এব্যপারে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানিয়েছেন বিষয়টি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।