নাছির উদ্দীন জিহান, বাহুবল : মঙ্গলবার (২১ জুলাই) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন মৌজাস্থ নিপু রাবার বাগান থেকে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন রেজাউল তনু করিম নামে একব্যক্তি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার সেখানে উপস্থিত হয়ে তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১,০০,০০০ টাকা জরিমানা এবং ভবিষ্যতে আর এ কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
রেজাউল করিম তনু পুটিজুরী ইউনিয়নের আব্দা নারায়ন গ্রামের কমর উদ্দীনের ছেলে।