অবশেষে শ্রমিকদের বাঁধা উপেক্ষা করে হবিগঞ্জে পৌঁছালো বিআরটিসি বাস - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 28 December 2020
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে শ্রমিকদের বাঁধা উপেক্ষা করে হবিগঞ্জে পৌঁছালো বিআরটিসি বাস

অনলাইন এডিটর
December 28, 2020 12:35 pm
Link Copied!

ছবি: অবশেষে শ্রমিকদের বাঁধা উপেক্ষা করে হবিগঞ্জে পৌঁছালো বিআরটিসি বাস

 

এম. এ. রাজা : বিরতিহীন বাস মালিক সমিতির পরিবহন শ্রমিকদের বাধা ও হামলা উপেক্ষা করে হবিগঞ্জে পৌঁছেছে সিলেট থেকে ছেড়ে আসা বিআরটিসি’র বাস। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে বাসটি এসে পৌছায়। এর আগে বেলা সাড়ে ৩টায় বাসটি সিলেট কদমতলী বিআরটিসি বাস কাউন্টার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছাড়ে।

জানা যায়, ভাঙচুর লুটপাট ধাওয়া-পাল্টা ধাওয়ার পরে বিকেলে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠক বসেছে। বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে এই সভায় বিআরটিসির কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

আজ সোমবার থেকে বাস চলাচলের বিষয়ে ওই বৈঠকে চ‚ড়ান্ত সিদ্ধান্ত হবে। রবিবার সকাল ৯টায় সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিআরটিসির কাউন্টার থেকে বাসটি হবিগঞ্জের উদ্যেশে ছেড়ে আসার কথা ছিলো। কিন্তু বাসটি ছাড়ার আগেই অর্ধশতাধিক পরিবহন শ্রমিক বিআরটিসির কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে। তাদের তান্ডবে নির্ধারিত সময়ে বাসটি সিলেট থেকে ছেড়ে আসতে পারেনি। তবে বিআরটিসির কর্মকর্তারা বলছেন, এই রুটে এতোদিন যাত্রীদের জিম্মি করে ব্যবসা করে আসছিলো পরিবহন মালিকরা। বিআরটিসি বাস চালু হওয়ায় তাদের ব্যবসা কমে যেতে পারে এই ভয়ে বাস চালুতে বাধা দিচ্ছে। বিআরটিসি’র সিলেট কাউন্টার সূত্রে জানা যায়, সাড়ে ৯টার দিকে অর্ধশতাধিক পরিবহন শ্রমিক এসে কাউন্টারে হামলা চালায়।
এসময় তারা কাউন্টারে তালা ঝুলিয়ে দেয় এবং বিআরটিসির ডিপো ম্যানেজারের সরকারি গাড়ি ভাংচুর করে। তাদের অভিযোগ, তাদের কাউন্টার থেকে নগদ প্রায় সাড়ে ১২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ছিনিয়ে নেয় পরিবহন শ্রমিকরা।

এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার জুলফিকার আলী। এর আগে গত ২২ ডিসেম্বর হবিগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিলো। উদ্বোধনের দিন থেকেই এই রুটে বিআরটিসির বাস চলাচলে আপত্তি জানিয়ে আসছেন পরিবহন মালিক-শ্রমিকরা। যদিও যাত্রীরা বিআরটিসির বাসকে স্বাগত জানিয়েছেন।