অবশেষে মাহির কবল থেকে দিনমজুর শাহজাহান মিয়ার বসতভিটে উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 29 October 2020
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে মাহির কবল থেকে দিনমজুর শাহজাহান মিয়ার বসতভিটে উদ্ধার

Link Copied!

স্টাফ রিপোর্টার  :   সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির কবল থেকে উদ্ধার করা হয়েছে শাহজাহান মিয়ার বসত ভিটা। মাহি বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মৃত কিম্মত আলীর পুত্র। বুধবার (২৮অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা গেছে ওই জায়গা পুনরুদ্ধার করে পরিবার নিয়ে সুখ স্বচ্ছন্দেই বসবাস শুরু করছেন শাহজাহান মিয়া।

এ প্রতিনিধিকে দেখে হাস্যজ্জ্বলভাবে বলেন, ‘আল্লাহর ইচ্ছায়, আপনাদের সহযোগীতায় আমি আমার জায়গা ফেরত পেয়েছি। দখলবাজ মাহি আমার জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিল’।

 

ছবি : উদ্ধার হওয়া বসতভিটার সামনে পরিবার পরিজন নিয়ে শাহজাহান মিয়া।

 

উল্লেখ্য, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সদ্য স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি ও তাদের সহযোগীরা হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় নিরিহ শাহজাহান মিয়ার বসত ভিটে অবৈধভাবে দখল করে রাখে। এদিকে, জীবনের সঞ্চিত সম্বল হারিয়ে পাগলপ্রায় হয়ে দিক-বেদিক ছুটাছুটি করেন ভুক্তভোগী শাহজান মিয়া। সর্বশেষ কোন উপায়ন্তর না পেয়ে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় নেতৃবৃন্দের।

১৩ মার্চ ২০১৬ইং তারিখে আবু হেনা কাদির নামে এক ব্যক্তির কাছ থেকে জায়গা ক্রয় করেন শাহজাহান মিয়া। জায়গা ক্রয় করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রি এবং নামজারীও করেন তিনি। বাড়ী নির্মাণ  করতে নিয়ম অনুযায়ী হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কাজ শুরু করতে গেলে শতাধিক কর্মী নিয়ে হাজির হন মাহি। জায়গাটি নিজের বলে দাবী করে অন্যত্র চলে যেতে ভয়ভীতি প্রদর্শন করেন শাহজান মিয়াকে। জায়গা ছেড়ে না গেলে শাহজাহান মিয়ার প্রতিবন্ধী সন্তানকে প্রাণে হত্যারও হুমকি দেন মাহি। স্ত্রী-সন্তানের কথা চিন্তা করে ভয়ে বাধ্য হয়েই ভাড়া বাসায় উঠেন শাহজাহান মিয়া।

সারা জীবনের জমানো সঞ্চয় দিয়ে ক্রয় করা ভিটা ফিরে পেতে হবিগঞ্জের শীর্ষ রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হয়ে কোন লাভ না হলে অবশেষে হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ‘‘দৈনিক আমার হবিগঞ্জ’কে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে ভুক্তভোগী শাহজান মিয়া বলেন, ‘‘ছাত্রলীগ নেতা মাহি আমার পরিবারকে ভিটে-মাটি ছাড়া করেছে। আমি পৈত্রিক সম্পত্তি বিক্রি এবং সারা জীবনের জমানো সঞ্চয় দিয়ে জায়গা কিনেছিলাম। মাহি আমার জায়গা জোর দখল করে আমাকে বের করে দিয়েছে এবং আমি যদি এ নিয়ে কোন বাড়াবাড়ি করি তাহলে আমার সন্তানকে প্রাণে হত্যা করবে বলে হুমকি দিয়েছে।

এ নিয়ে আমি খুব আতঙ্কে দিন যাপন করছি। সাংবাদিকরা জাতির বিবেক আপনাদের মাধ্যমে আমি এর সুবিচার চাই’’। এর আগে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহির বিরুদ্ধে গরু চুরির অভিযোগও উঠে। এ নিয়ে দৈনিক আমার হবিগঞ্জ’সহ বিভিন্ন মিডিয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।