লাখাইয়ে অসহায়ত্ব জীবন যাপন করছেন রোকেয়া শীর্ষক শিরোনামে গত ৩০জুলাই(মঙ্গলবার) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সংবাদ প্রকাশের পর ঐ অসহায়কে লাখাই উপজেলা প্রশানের পক্ষ থেকে ১বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে।
জানা যায়, গত সোমবার (২রা সেপ্টেম্বর) লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে রোকেয়ার হাতে তা তুলে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করতে অসহায় রোকেয়া খাতুন বলেন, আমাকে এ সহায়তায় করার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রকাশিত সংবাদ সুত্রে জানাযায়, উপজেলার পূর্ববুল্লা গ্রামের রোকেয়া খাতুনের স্বামী
ছায়েব আলী দীর্ঘদিন পূর্বে স্ত্রী ও তিন মেয়ে সন্তান রেখে মৃত্যুবরণ করে। তার পর থেকেই নেমে আসে ঔ বিধবা রোকেয়া খাতুনের অভাব অনটন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, জরাজীর্ণ একটি ঘরে বসবাস করছেন রোকেয়া। ইতোপূর্বে ঝড়ে ও ঘরটি হেলে পড়লে স্থানীয় পাড়া প্রতিবেশীদের আর্থিক সহায়তায় ও ঘরটি কোন রকম ভাবে দাঁড়িয়ে আছে।