অফিসিয়াল কাজের অদ্বিতীয় মোবাইলের অ্যাপ WPS Office - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 3 February 2022
আজকের সর্বশেষ সবখবর

অফিসিয়াল কাজের অদ্বিতীয় মোবাইলের অ্যাপ WPS Office

Link Copied!

আজকাল ডিজিটাল জীবন যাপনের অনুষঙ্গ হিসেবে নানাবিধ অফিসিয়াল কাজ আমাদেরকে সফটওয়্যার দিয়ে করতে হয়। কম্পিউটারের একটি সফটওয়্যারের মাধ্যমে টাইপ, আরেকটি দিয়ে পিডিএফ পড়া, নানা বিধ ডকুমেন্ট স্কেনার দিয়ে স্ক্যান করতে হয়। এসব কাজ করতে বেশ কয়েকটি সফটওয়্যার এর প্রয়োজন পড়ে।

তবে সব অফিসিয়াল কাজই এখন একটি মাত্র মোবাইল অ্যাপ দিয়ে করা যায়। এদের মধ্যে সেরা একটি মোবাইল এপ WPS Office-PDF, Word, Excel, PPT এটি দিয়ে রথ দেখা থেকে কলা বেচা সবই সম্ভব। MS Office 365 কম্পাটিবল এই WPS Office অ্যাপ এ বাংলা ও ইংরেজীতে ওয়ার্ড ফাইলে টাইপ করা থেকে শুরু করে এক্সেল শীট, স্লাইড শো, স্প্রেডশীট, প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট এবং পিডিএফ দেখা, এডিট ও তৈরি করা যায়।

পিডিএফ থেকে ছবি তে কনভার্ট করা কিংবা ছবি থেকে পিডিএফ কনভার্ট করাও যায় এই অ্যাপটি দিয়ে। যেকোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস স্ক্যান করাও সম্ভব এই অ্যাপ দিয়ে। এমনকি এদিকে রয়েছে ইংরেজিতে তৈরি করা রেডিমেড জীবন বৃত্তান্ত সহ বিভিন্ন অফিস ডকুমেন্টের প্রচুর ফরমেট।

এটিতে থাকা যেকোনো এক কম্পিউটার থেকে সরাসরি এডিট করা সম্ভব। যত রকমের অফিসিয়াল কাজের ফরমেট রয়েছে সবকিছুই মোবাইলে ডাউনলোড করে দেখা, এডিট কিংবা লেখা সম্ভব।

অ্যাপটিতে গুগল ড্রাইভের পাশাপাশি নিজস্ব ক্লাউড সেবা ও রয়েছে। এখানে তৈরিকৃত যেকোন ফাইল ক্লাউডে সেভ হয়ে থাকবে। গুগল প্লে স্টোরে অ্যাপ টি এখন পর্যন্ত ১৫ লক্ষ বার ডাউনলোড হয়েছে। অ্যাপটির নির্মাতা WPS SOFTWARE PTE. LTD. গুগল প্লে স্টোর কিংবা আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে WPS Office লিখে সার্চ করলেই অ্যাপটি চলে আসবে।

প্লে স্টোরে থাকা ফ্রি ভার্সনেই প্রয়োজনীয় কাজ গুলি করা সম্ভব। তবে অনৈতিক হলেও অনেকেই অ্যাপটির পাইরেটেড কিংবা ক্রাক ভার্শন ফোনে ইন্সটল করে ব্যবহার করেন।এই অ্যাপটিতে ইউনিকোড কিংবা বিজয়ের যেকোনো বাংলা ফন্ট ব্যবহার করে বাংলায় খুব সুন্দর করে লেখা যায।

এজন্য প্রথমে প্রয়োজন বাংলা ফন্ট ইনস্টল করা। এটিতে বাংলা টাইপ সুবিধা ইনস্টল করতে হলে, প্রথমেই প্লে-স্টোরে গিয়ে Wps Office+PDF এপটি ইন্সটল করে নিন। My Files ওপেন করুন > Option > Settings > Show Hidden Files এ টিক দিন।

লিংকে দেয়া ফাইল গুলো ডাউনলোড করে নিচের নিয়ম অনুযায়ী .fonts ফোল্ডারে রাখুন। i. e : প্রথমে My Files ওপেন করুন > Device Storage > Android > Data > cn.wps.moffice_eng > .cache > KingsoftOffice > .fonts এই ফোল্ডারে যে কোন ওয়েবসাইট থেকে বিজয় কিংবা ইউনিকোড এর ডাউনলোড করা ফন্ট ফাইলগুলো পেস্ট করে দিন।

এবার আপনার ডিভাইসটি রিস্টার্ট করুন এবং বিজয়ে কিংবা ইউনিকোডে লেখা যেকোনো ডকুমেন্ট ফাইল ওপেন করে দেখুন।