জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্ধারিত ভুমিতে বসানো হয়েছে কোরবানির পশুর হাট।
সরকারের নীতিমালা অনুযায়ী ইজারা বা জেলা প্রশাসনের অনুমোতি ছাড়া পশুর হাট বসানোর সুযোগ নেই। স্থানীয় শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বুলবুল খান এ হাট বসিয়েছেন বলে জানা গেছে।
জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া এবং নিয়মনীতির তোয়াক্কা না করে এই হাট বসিয়েছেন তিনি।
এ ছাড়াও ১’শ গজের মধ্যেই রয়েছে শায়েস্তাগঞ্জ পৌর পশুর হাঠ। একই স্থানে পাশাপাশি দুইটি পশুর হাঠ থাকায় একে অপরের প্রতি চলছে পাল্টাপাল্টি অভিযোগ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় খামারীরা।
পরে বিষয়টির সমাধান পেতে শায়েস্তাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ফরিদ আহমেদ অলি।
তিনি জানান, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া এবং নিয়মনীতির তোয়াক্কা না করে এই হাট বসানো হয়েছে। এ ঘটনার আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা জরুরী।
এদিকে, গত রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, এ রকম কোন পশুর হাঠের অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছে প্রশাসনের একটি সুত্র।