জাহাঙ্গীর আলম, চুনারুঘাট : ফারহানা আক্তার একজন গৃহিনী। ফেসবুকে হঠাৎ একটি ই-কমার্স সাইটের বিজ্ঞাপন দেখলেন। সেখানে লোভনীয় সব ছাড়ের ছড়াছড়ি। তিনি ওই সাইটে গেলেন এবং দুইটি পোশাক বেছে নিলেন। টাকাও বিকাশের মাধ্যমে পরিশোধ করলেন। দুই দিন পর একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্যাকেট আসলো টিক যে পোষাকের জন্য টাকা পরিশোধ করেছেন সেই পোষাক আসেনি। তিনি পেয়েছেন খুব নিম্ন মানের দুইটি পোষাক। তিনি বারবার ফোন করেও কোন উত্তর পাননি। এমন আরেকজন ভক্তভোগী তানিয়া। তিনি ফেসিয়াল প্যাকের জন্য অর্ডার দিয়েছিলেন ই-কমার্স সাইটে। হাতে আসার পর দেখেন খুব নিম্ন মানের ফেসিয়াল প্যাকের প্যাকেট। ই-কমার্স সাইটে ফোন দেওয়ার পরও তারা কোন সমাধান দেয়নি।
করোনাকালে গৃহবন্দী জীবন যাপনের কারনে হবিগঞ্জের চুনারুঘাট
উপজেলার অনেক গৃহিনী ও চাকুরিজীবি মহিলা অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়ে পড়েছিলেন। এ সমস্ত মহিলাদের মধ্যে বেশীর ভাগই স্বীকার হয়েছেন প্রতারনার। কেও প্রকাশ করেছেন আবার কেও প্রতারিত হয়ে লজ্জার কারনে প্রকাশ করেননি। এক জরিপে দেখা গেছে বেশির ভাগ ক্রেতাই অনলাইন প্রতারনার স্বীকার।
এ ব্যাপারে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক
বলেন, ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখে অনলাইনে পন্য কিনে
অনেকেই প্রতারিত হয়েছেন এমন অভিযোগ আমার কাছে এসেছে। একটি চক্র সারা দেশেই এমন একটি প্রতারণার ফাঁদ তৈরী করেছে। এমন প্রতারকদের থেকে সাবধান থাকতে হবে। এদের অনেকের নিবন্ধন নেই। অভিযোগ আসলে এদরে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।