হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান স্মরনে কিবরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছ।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় মানিক চৌধুরী পাঠাগার চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়। অনুপ কুমার দেব মনা’র সঞ্চালনায় ও মানিক চৌধুরী পাঠাগারের সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, সাংবাদিক শোয়েব চৌধুরী, হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি পীযুষ চক্রবর্তী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি তোফাজ্জল সোহেল ও লেখক হারুন চৌধুরী।
সভায় সহজ সরল, নিরহংকার, পরোপকারী, সমাজসচেতন ও প্রগতিশীল ব্যক্তিত্বের অধিকারী হিসেবে অধ্যাপক আবিদুর রহমানকে মুল্যায়ন করেন বক্তারা।
সভায় মরহুমের আত্নার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।