অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন হবিগঞ্জের ৩ কৃতি সন্তান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 23 April 2024

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন হবিগঞ্জের ৩ কৃতি সন্তান

Link Copied!

হবিগঞ্জ জেলার কৃতি সন্তান যথাক্রমে শোয়াইব আহমেদ খান, ইমরুল মহসিন ও সাইফুল হক চৌধুরী গত সোমবার (২২ এপ্রিল) অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
উল্লেখ্য, সরকার সর্বশেষ ১২৭ জনকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে।

শোয়াইব আহমেদ খান : শোয়াইব আহমেদ খান আজমিরীগঞ্জ উপজেলার মাহতাবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম প্রিন্সিপাল আলী আহমেদ খান একজন শিক্ষাবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্সসহ মাস্টার্স পাশ করে ১৫ তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন “ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (যুগ্মসচিব)। এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালক। তিনি দুই পুত্র সন্তানের জনক।

ইমরুল মহসিন : ইমরুল মহসিন ১৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে সরকারি চাকরি শুরু করেন। তিনি মাধবপুর উপজেলার আফজালপুর গ্রামের মরহুম হাজী মোহাম্মদ মহসিনের সন্তান। ইমরুল মহসিন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ( যুগ্ম সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী মুনা চৌধুরী দেশের বিশিষ্ট কবি, আবৃত্তিকার ও বিটিভির সংবাদপাঠক।

মোঃ সাইফুল হক চৌধুরী : সাইফুল হক চৌধুরী ১৯৬৯ সনের ২৩ ডিসেম্বর আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা (মাধবপাশা) গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মেজর সিরাজুল হক চৌধুরী ও মাতার নাম জাহানারা চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খ্যাতনামা অধ্যাপক মরহুম আজিজুর রহমান চৌধুরী তার মামা। তিনি ১৯৮৫ সনে প্রথম বিভাগে এসএসসি ও ১৯৮৭ সনে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশ করেন। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখান হতে ১৯৮৯ সনে মার্কেটিং বিভাগে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ও ১৯৯১ সনে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ২০০৮ সনে আন্তর্জাতিক ব্যবসায় স্নাতকোত্তর ও ২০২৩ সনে ব্র্যাক বিশ্ববিদ্যালয় হতে ক্রয় ও সরবরাহ ব্যবস্থাপনায় এমএস করেন।

সাইফুল হক চৌধুরী ১৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৯ সনের ২৫ জানুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সহকারী প্রধান পদে যোগদান করেন। তিনি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ১টি মেরিন টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে ২০২২ সনের ২৬ এপ্রিল হতে গত মার্চ মাসের ১৮ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে যোগদান করেন। তিনি সরকারিভাবে থাইল্যান্ড, চীন, জাপান, ভারত, ডেনমার্ক, ব্রাজিল, ইতালি ও ইন্দোনেশিয়া সফর করেন। ব্যক্তি জীবনে তিনি ২ কন্যার জনক।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়