অতিরিক্ত বিদ্যুৎ বিল : হয়রানির মুখে হবিগঞ্জের গ্রাহক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 12 April 2021
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত বিদ্যুৎ বিল : হয়রানির মুখে হবিগঞ্জের গ্রাহক

Link Copied!

উজ্জ্বল আহমেদ :  হবিগঞ্জে বিদ্যুতের অতিরিক্ত বিল আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন হবিগঞ্জের গ্রাহকেরা। কয়েক মাস ধরে স্বাভাবিকের চেয়ে তিন-চার গুণ অতিরিক্ত বিল দিতে হচ্ছে হবিগঞ্জের মানুষের। নির্বাহী প্রকৌশলীর কার্যালয়-ও বিতরণ বিভাগ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, হবিগঞ্জ এ বিদ্যুৎ অফিসে অবৈধভাবে বিদ্যুৎ রিডিং দেখিয়ে নানান ধরণের ব্যবসার তালবাহানার ও সরকারের নামে জনগণের টাকা আত্মসাতের অভিযোগ
উঠেছে গ্রাহকেরা অভিযোগ করেন, রিডাররা যথাযথভাবে মিটার না দেখে বিল করছেন। মিটার রিডারদের গাফিলতির কারণে হবিগঞ্জবাসিদের বিড়ম্ভনায় পড়তে হচ্ছে।

 

মার্চ মাসের বিদ্যুতের বিল দেওয়ার শেষ তারিখ ছিল ২৭ মার্চ। এ দিন জেলা শহরের সোনালী ব্যাংক ও অগ্রনী ও পুবালী ব্যাংকের হবিগঞ্জ শাখায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থানকালে ৩০-৪০ জন গ্রাহককে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে দেখা গেছে। এসব গ্রাহক অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগের লোকজন মনগড়া বিল তৈরি করেন। তাঁদের কাছে গিয়ে এসব অভিযোগ করলে বিদ্যুৎ বিল যা এসেছে তা-ই দিতে হবে বলে জানান।

২৭ মার্চ পিডিবির হবিগঞ্জ জেলা কার্যালয়ে বেলা দুইটা পর্যন্ত অবস্থান করে ৫০-৬০ জন গ্রাহককে অতিরিক্ত বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে প্রকৌশলীর কাছে যেতে দেখা গেছে। পিডিবির হবিগঞ্জ জেলা কার্যালয়ের বিতরণ বিভাগে কর্মরত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতি মাসের ১৭ থেকে ২৭ তারিখ পর্যন্ত গ্রাহকেরা অতিরিক্ত বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে কার্যালয়ে আসেন। প্রতিদিন গড়ে শতাধিক গ্রাহক এ সমস্যা নিয়ে কার্যালয়ে অভিযোগ করেন।

পিডিবির হবিগঞ্জ জেলা বিতরণ কার্যালয় সূত্রে জানা গেছে, এর অধীনে জেলায় প্রায় ২০ হাজার আবাসিক ও ০৫-১০ হাজার বাণিজ্যিক সংযোগ রয়েছে। জেলায় আবাসিক ও বাণিজ্যিক সংযোগের জন্য প্রতিটি মিটার দেখে বিদ্যুতের বিল তৈরির জন্য সরকারিভাবে মিটার রিডার মাত্র একজন। অস্থায়ীভাবে ২২ জন মিটার রিডারকে নিয়োগ দিয়েছে হবিগঞ্জ পিডিবি।

 

ছবি : হবিগঞ্জ বিদ্যুৎ ভবন

 

 

হবিগঞ্জ জেলা শহরের উমেদনগরের এলাকার ফারুক মিয়া বলেন, ‘আমি দুটি পাখা, দুটি বাতি ও একটি টেলিভিশন ব্যবহার করি। সব সময় আমার ৫০ থেকে ৭০ ইউনিটের বিদ্যুৎ বিল আসত। অথচ তিন মাস ধরে আমার ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কম দেখালেও বিল বাবদ অতিরিক্ত টাকা আসছে।’গত মার্চ ও এপ্রিল মাসের বিদ্যুৎ বিলের কাগজ ঘেঁটে দেখা গেছে, পিডিবির ৫৯৫৬৮৪২ নম্বর বিদ্যুৎ বিলের গত মার্চ মাসে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করায় ফারুক মিয়ার বিল এসেছে ২০২ টাকা।

এপ্রিল মাসে একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের জন্য বিল এসেছে (ভ্যাটসহ) ১ হাজার ১০৩ টাকা। বিদ্যুৎ বিলের বাঁ পাশের বর্তমান মূল্যের (কারেন্ট চার্জ) ঘরে বিদ্যুৎ বিল ১ হাজার ১০৩ টাকা উল্লেখ থাকলেও ডান পাশের সমন্বয় (অ্যাডজাস্টমেন্ট) বিলের ঘরে ২ হাজার ২১৬ টাকা উল্লেখ করা হয়েছে। সাধারণত দুটি ঘরে একই পরিমাণ বিল উল্লেখ থাকার কথা রয়েছে। ফারুখ বলেন, ‘বিষয়টি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বলেছি। তাঁরা কিছুই করার নেই জানিয়ে বিদ্যুৎ বিল যা এসেছে তা জমা দিতে বলেন। পরে আমি বিদ্যুৎ বিল বাবদ ব্যাংকে ২ হাজার ২১৬ টাকা জমা দিয়েছি।’

পরের মাসে কম ইউনিট দেখিয়ে বিদ্যুৎ বিল দেওয়া হবে বলে তাঁকে জানানো হয়।জানুয়ারী, ফেব্রুয়ারী ও মার্চ মাসের বিদ্যুৎ বিলের রসিদ ঘেঁটে দেখা গেছে, জানুয়ারী মাসে ৫০ ইউনিট ব্যবহারের জন্য ৬৯১ টাকা বিদ্যুৎ বিল ধরা হয়েছে। ফেব্রুয়ারী মাসে ১০ ইউনিট ব্যবহার দেখিয়ে ২৮৪ টাকা বিদ্যুৎ বিল পাঠানো হয়। মার্চ মাসে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে ১ হাজার ১০৩ টাকার বিল তৈরি করা হয়েছে। চৌধুরী বাজার এলাকার সিরাজ মিয়া সরকার বলেন, ‘আমি একটি ফ্যান, একটি লাইট, একটি ফ্রিজ ও টেলিভিশন ব্যবহার করি। অথচ মার্চ মাসে প্রায় ৫ হাজার টাকার ওপরে বিদ্যুৎ বিল এসেছে।’

উমেদনগর এলাকার শতাধিক গ্রাহকের সঙ্গে কথা হলে তাঁরা বিদ্যুৎ বিভাগের লোকজনের মনগড়া ও অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরির অভিযোগ করেন। তবে মনগড়া ও মিটার না দেখেই বিল তৈরি করার অভিযোগ অস্বীকার করেছেন কয়েকজন মিটার রিডার।

 

জানতে চাইলে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এম আজাদ দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, ‘আমাদের সরকারিভাবে একজন মিটার রিডার থাকলেও অস্থায়ীভাবে ৪৪ জন কাজ করছেন।’ লোকজন এলাকায় যান না এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাহলে বিল কীভাবে তৈরি হচ্ছে? তবে মাঝে মাঝে একটু সমস্যা হতেই পারে।

ফারুক মিয়ার বিদ্যুৎ বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিলের কাগজ না দেখে কিছু বলতে পারব না।’ করোনার সময়ে বিদ্যুতের বাড়তি বিল নিয়ে দুশ্চিন্তা না করার জন্য গ্রাহকদের অনুরোধ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি বলেছেন, ‘কিছু গ্রাহকের ক্ষেত্রে বেশি বিল করে ফেলা হয়েছে। এটা ভুল হয়েছে। ইতিমধ্যে আমরা ঠিক করার নির্দেশ দিয়েছি। নিকটস্থ বিদ্যুত অফিস গেলেই বিল ঠিক করে দেবে। গ্রাহকেরকোনো ভয় নেই। কাউকে অতিরিক্ত বিল দিতে হবে না।’