রায়হান উদ্দিন সুমন : করোনা ভাইরাস প্রতিরোধ ও এর হাত থেকে নিজেকে রক্ষা করতে জনসাধারণের মধ্যে অনবদ্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম। তিনি বানিয়াচংয়ের প্রত্যন্ত অঞ্চলে বানিয়াচং থানা পুলিশকে সাথে নিয়ে যেখানেই জনসমাগমের খবর পাচ্ছেন সেখানেই তড়িৎ গতিতে পৌছে যাচ্ছেন এই চৌকশ পুলিশ অফিসার।
তার ক্যারিশম্যাটিক নেতৃত্বে উক্ত উপজেলা দাঙ্গা-হাঙ্গামা মোটামুটি শূণ্যের কৌটায় নেমে এসেছে । সম্প্রতি করোনা ভাইরাস প্রকোপে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসাধারণ তথা পরিবারের প্রধানদের কাছে নিরাপদ সামাজিক দুরত্ব সরকারের নির্দেশনা অনুযায়ী ঘর থেকে বাহির না হওয়ার জন্য নানা পরামর্শ ও সমাজের কিছু নানাবিধ অসঙ্গতি তুুলে ধরে ফেসবুকে পোস্ট করেছেন। নিচের তার হুবহু পোস্টটি তুলে ধরা হল—-
আসসালামুআলাইকুম
কয়কটি ছোট ঘটনা :
> আপনার আদরের সন্তান টি দুপুরের ভাত খেয়ে ক্রিকেট ব্যাট, বল বা ফুটবল নিয়ে বের হচ্ছে মাঠের দিকে।
ভেবে দেখেন তো বিষয়টি ঠিক কি না?
> আপনার স্বামী সন্ধ্যায় একটু হাটাহাটি করার জন্য বের হচ্ছে।
ভেবে দেখেন তো বিষয়টি ঠিক কি না?
> আপনার মেয়ের ঘরের নাতনিটির একটু শরীর খারাপ করেছে, আপনি দেখতে যাবেন।
ভেবে দেখেন তো বিষয়টি ঠিক কি না?
> আপনার বান্ধবীর বাসার সামনে দিয়ে একটু হেটে বা সাইকেল দিয়ে ঘুরে আসবেন।
ভেবে দেখেন তো বিষয়টি ঠিক কি না?
> সকাল বেলা বের হয়ে বাজার করেছেন, আবার বিকেলে ভালো লাগছেনা; আবার শুধু বাজারের ব্যাগ টা হাতে নিয়ে বের হলেন।
ভেবে দেখেন তো বিষয়টি ঠিক কি না?
> রাস্তায় বের হয়েছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সাথে দেখা হওয়ার পরে বললেন, মায়ের জন্য ঔষধ আনার জন্য বের হয়েছেন বলে বাহানা দিচ্ছেন।
ভেবে দেখেন তো বিষয়টি ঠিক কি না?
> অনেক দিন হল বাড়িতে আছেন, পাড়ার ছেলেরাও বলছে ভাইজান কিছু একটা করেন, আপনি ছোট একটা ফুটবল টুর্ণামেন্ট শুরু করলেন।
ভেবে দেখেন তো বিষয়টি ঠিক কি না?
আপনি হয়তো আপনার নিজের বেলায় বিষয়গুলোকে হালকা ভাবে নিবেন কিন্তু অন্যের বেলায় কি করা উচিত আপনার মনকেই প্রশ্ন করুণ। আপনি যেটি ভাবছেন জননী, জায়া ও জন্মভূমি কে রক্ষা করার জন্য আমরা আজকে সেটিই করেছি, এখন থেকে নিয়মিত করা উচিত। আমরা জানি আপনারা সকলেই আমাদের সহযোগিতা করছেন। আপনারা, আমরা, সকলে মিলে এই পরিস্থিতির মোকাবেলা করবো।
বিঃদ্রঃ মহামারী হলে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) অণ্যদেরকে ঘরে থাকতে বলতেন এবং নিজেও বের হতেন না।
শেখ মোঃ সেলিম
অতিরিক্ত পুলিশ সুপার
বানিয়াচং সার্কেল
হবিগঞ্জ
+8801713374396