ইমদাদুল হক মাসুম,বানিয়াচং- নেশার অপর নাম অভিশাপ। তারই বাস্তব চিত্র ফুটে উঠলো অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল)শেখ মোঃ সেলিমের নেতৃত্বে চালানো অভিযানের সমাপ্তিতে। কিভাবে নেশার কারনে মানুষের বিবেকবোধ ক্ষয় হয় তাই যেন বুঝা গেল গ্রেপ্তারকৃত চার অপরাধীর জবানবন্দিতে। একটি সঙ্ঘবদ্ধ চক্র, একটি সামাজিক অবক্ষয়, একটি মাদক চক্রের অসামাজিক কার্যকলাপ, একটি মিছে ভালোবাসার প্রতারণা, একটি জীবন মৃত্যুর দারপ্রান্ত থেকে ফিরে আসা, সাথে বানিয়াচং ও আজমিরিগঞ্জ থানার একদল চৌকস পুলিশের নির্ঘুম রাত যেন ফিল্মকে ও হার মানায়।
মোবাইলে প্রেমের সম্পর্কের টানে আনিসুর রহমান রাম্মি নামক ছেলেটি আজমিরীগঞ্জ থেকে ছুটে এসেছিলো বানিয়াচং ৪নং ইউনিয়ন পরিষদের সামনে। দেখা হবে তাদের। কিন্তু মেয়েটির মনে দেখা করার বিষয় টা একটু অন্য ভাবেই ছিলো। পরিকল্পনা ছিলো ভিন্ন। পরিকল্পনার মুল হোতা মশিউর(মশা)মেয়েটিকে দিয়ে প্রেমের ফাঁদ পাতে। কৌশলে বিশাল অংকের টাকা হাতিয়ে নেয়ার লালসা, প্রয়োজনে প্রাণ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মশিউর তার অপরাধী চক্র কে আগে থেকেই সব কিছু বুঝিয়ে দেয়। কে কোথায় থাকবে? কোথায় ছেলেটাকে নেয়া হবে? ছেলেটাকে বেধেঁ রাখবে কে? পাহারায় থাকবে কে? চাকু ধরবে কে? বিকাশ থেকে টাকা আনবে কে? সত্যিই গোছানো চিন্তা! বলিষ্ঠ নেতৃত্ব! পরিকল্পনা অনুযায়ী মশিউর তার দলবল নিয়ে মেয়েটির সহায়তায় ছেলেটিকে আটক করে নিয়ে পূর্ব নির্ধারিত স্থানে নিয়ে যায়। সবাই সবার দ্বায়িত্ব অনুযায়ী কাজ শুরু করে দেয়। আটককৃত ছেলেটির নিজের মোবাইল থেকেই তার আত্মীয়-স্বজনদের কাছে মুক্তিপণের জন্য বিশাল অংকের টাকা দাবি করা হয়। অসহায় ও নিরুপায় হয়ে, সন্তান ফিরে পাওয়ার আশায় রাম্মির পরিবার বিশ হাজার টাকা বিকাশ করে।পরবর্তীতে আরো টাকা দাবি করলে তাঁরা পুলিশের স্বরনাপন্ন হোন।
রাত প্রায় ১২ টা, আজমিরীগঞ্জ থানা থেকে এসআই জয়ন্ত ফোন করে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম মহোদয়কে বলেন, স্যার একজনকে আটকিয়ে মুক্তিপণ দাবি করছে, বেশ কিছু টাকাও দিয়েছে, এখন আরো দাবি করছে। শেখ মোঃ সেলিম মহোদয় হবিগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা করে, পুলিশ সদর দপ্তরের সহায়তায় জানতে পারেন সবার অবস্থান বানিয়াচং থানা এলাকায়। সাথে সাথে আজমিরীগঞ্জ এর ওসি সাহেব কে একটি শক্তিশালী টিম পাঠাতে বলেন বানিয়াচং থানায়। ওসি বানিয়াচং কে বিস্তারিত জানিয়ে একটি টিম তৈরি করতে বলেন। ওসি বানিয়াচং এমরান হোসেন,এসআই শিমুল ও এসআই গৌতম সহ একটি টিম গঠন করেন।বানিয়াচং থানার কিছু অকুতোভয় তরুণ, পুলিশ সদর দপ্তর ও বিকাশ হেড কোয়ার্টার এর তথ্যের উপর ভিত্তি করে পুলিশের চৌকস টিম টাকার উত্তোলনের স্থানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে জানা যায়, টাকা নিয়ে গেছে অপহরণকারীরা। তারা বলেছিলো টাকা আসছে একজন গর্ভবতীর চিকিৎসার জন্য এবং আরো টাকা আসবে। ইতিমধ্যে পুলিশ টিম জেনে গেছে কারা অপহরণকারী এবং তারা কোথায় আছে। দেরি করে বেশি ফোর্স নিয়ে যেতে চাইলে আটককৃত ব্যক্তির জীবন হুমকির মুখে পড়বে, কারণ অপহরণকারীদের দাবি অসহায়, গরিব আত্মীয়-স্বজনরা মেটাতে পারছিলোনা, বারবার প্রাণনাশের হুমকি সহ লাশ গুমরে কথা বলা হচ্ছে। একটি প্রাণ রক্ষার তাগিদ ও কিছু সমাজ নষ্টকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমে পড়ে। অপহরণকারীরা একটি কক্ষে বসে পরবর্তী পরিকল্পনা করছে, যেটা ছিলো খুবই ভয়ংকর। পরিকল্পনা ভেস্তে দিতে ঝাপিয়ে পড়ে বিশেষ টীম। আটককৃত ব্যাক্তি উদ্ধার হয়, সাথে আটক হয় মনির হোসেন,হেলাল মিয়া,জাহেদ মিয়া,আলমগীর মিয়া সহ চার অপহরণকারী।যাদের মধ্যে কয়েকজন পালিয়েছে সাথে মূল হোতা মাশিউরও। তিন ঘন্টার সেই রুদ্ধশ্বাস অভিযানের সফল সমাপ্তি হয়েছে।
জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে এসেছে। মুক্তিপণের টাকাকিছু পেয়ে সেটা ভাগাভাগি হয় কাজের মান অনুযায়ী। এবং সকলে একসাথে ইয়াবা খাওয়া শেষ করে পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় ছিলো তারা। চৌকস পুলিশ টীম তাদের সেই সুযোগ দেয়নি। একটি তাজা প্রাণ রক্ষা ও মানুষের আশা ভরসার আস্হা বাংলাদেশ পুলিশ রেখেছে। মুক্তিপনের টাকার হিসাবও পাওয়া গিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম (বানিয়াচং সার্কেল) দৈনিক আমার হবিগঞ্জকে জানান,পূর্বে ও এরকম কিছু বিষয়ও ছিলো, যা পুলিশের কাছে ভুক্তভোগীরা জানায়নি প্রিয়জন ফিরে পাবার ভরসায়। আমাদের টীম পলাতকদের ধরতে কাজ করছে, আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের তথ্য দিন, আমরা আপনাদের পাশে আছি। ওসি বানিয়াচং মোঃ এমরান হোসেন, এসআই গৌতম সরকার ও এসআই শিমুল সহ টীমের সকলের সাহসী ভুমিকার জন্য আমি গর্বিত।