অঙ্গীকার সামাজিক সংগঠন এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 17 January 2021
আজকের সর্বশেষ সবখবর

অঙ্গীকার সামাজিক সংগঠন এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Link Copied!

এম এ রাজা।।  স্থানীয় আরডিল প্রাঙ্গনে দিনব্যাপী সর্বস্তরের মানুষের জন্য আমাদের অঙ্গীকার সামাজিক সংগঠন এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১৭ ই জানুয়ারি রবিবার সকাল ১০ টার সময় সরজমিনে গিয়ে দেখা যায়,স্থানীয় আরডি হলের সামনে ফ্রী চিকিৎসা সেবা নেওয়ার জন্য সাধারণ রোগীরা লাইনে দাঁড়িয়ে আছেন।চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীদের সহযোগিতায় চিকিৎসা নিচ্ছেন সাধারণ রোগীরা।

অক্সিজেন ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে আমাদের অঙ্গীকার সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান,সভাপতিত্ব করেন আমাদের অঙ্গীকার সামাজিক সংগঠনের সভাপতি শাওন আল হাসান,মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন আমাদের অঙ্গীকারের সাধারণ সম্পাদক উজ্জ্বল রায় কাঞ্চন।