অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। রবিবার (২৯ মে) আনুমানিক সকাল ৯ টা ৪০ মিনিটে জেলার মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মে:ও: কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে ১৮২ এমভি’র ২টি ইউনিট ট্রান্সফরমারে আগুন ধরে যায়।
প্রাথমিকভাবে জানা যায় যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট এই দুর্ঘটনার প্রধান কারণ। কর্তৃপক্ষের নিজস্ব তৎপরতায়, স্থানীয় ফায়ার স্টেশন ও পার্শ্ববর্তী আরএফএল কারখানার যৌথ প্রচেষ্টায় বেলা সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান শাহজিবাজার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এবং শাহজিবাজার পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের সদস্যবৃন্দ। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।