ঢাকাWednesday , 8 April 2020
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক আমার হবিগঞ্জের সংবাদ প্রকাশের পর শুরু হলো কাজ (ভিডিওসহ)

Link Copied!

বিশেষ প্রতিবেদন, দৈনিক আমার হবিগঞ্জ।। শায়েস্তাগঞ্জ উপজেলার নবগঠিত ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিশাউড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে আক্কাছ মিয়ার বিরুদ্ধে কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগ উঠার পর দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কবরস্থানে মাটি ফেলার কাজ শুরু হয়েছে।

গত ২ এপ্রিল দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় ‘শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগ’ একটি সংবাদ প্রকাশিত হলে এলাকায় আলোচনার ঝড় উঠে। আত্মসাতের টাকা ধামাচাপা দিতে ত্বরিতগতিতে পুনরায় সরকারি খাল থেকে মাটি কেটে কবরস্থানে দেয়ার চেষ্টা করে আক্কাছ মিয়া।

ভিডিওঃ খবর প্রকাশের পর কবরস্থানে মাটি ভরাটের কাজ।

জানা যায়, হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি মহোদয় ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের দক্ষিণে জাঙ্গাল নামক স্থানে পারিবারিক একটি কবরস্থানে মাটি ভরাটের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেন। সে কাজ করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিশাউড়া গ্রামের আক্কাছ মিয়াকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু তিনি কবরস্থানে এক কোদাল মাটি না ফেলে পাশে থাকা সরকারি খালের উপর ৪৫০০ টাকার মাটি ফেলে বরাদ্দকৃত টাকার ৪৫৫০০ টাকা নিজের পকেটে তুলে নেন। এই ঘটনায় তার বিরুদ্ধে ফুঁসে উঠে গ্রামবাসী।

দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশিত হলে আক্কাছ মিয়া গত ৫ এপ্রিল পুনরায় সরকারি খাল খনন করে ঐ কবরস্থানে ১৫০০ টাকার মাটি ফেলে। পরদিন আবার মাটি ফেলতে গেলে একই গ্রামের ইদন মিয়া বাধার মুখে বন্ধ করে মাটি কাটা।

সরজমিনে গিয়ে দেখা যায়, ক্ষমতার অপব্যবহার করে অনুমতি না নিয়েই সরকারি খাল খনন করে তিনি মাটি কেটেছেন। প্রায় ৮ফুট গভীর করে খাল খনন করায় যেকোনো সময় বৃষ্টি বা প্রবল ঝড়ে কৃষি জমি ভেঙ্গে খালের গর্তে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ক্ষুব্ধ কৃষকরা।

আবারও আক্কাছ মিয়া নিজেকে সাধু পরিচয় দিতে গিয়ে এলাকায় নানা সমালোচনার ঝড় তুলে।

বিশাউড়া গ্রামের বাসিন্দা ইদন মিয়া জানান, আমাদের পারিবারিক কবরস্থানে আমাদেরকে না বলে আক্কাছ মিয়া মাটি ফেলার চেষ্টা করলে আমি এতে বাধা দেই। সরকারি খাল খনন করে মাটি ফেলা হচ্ছে। খাল ঘেঁষা কবরস্থান। বৃষ্টি আসলে যেকোনো সময় কবরস্থান ভেঙ্গে খালে বিলীন হয়ে যেতে পারে। তাছাড়া খাল এত গভীর করেছে যে বৃষ্টির পানি জমলে কেউ পড়ে গেলে উঠা সম্ভব হবে না।

দৈনিক আমার হবিগঞ্জ এর পক্ষ থেকে অভিযুক্ত ব্রাহ্মণডুরা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি বিশাউড়া গ্রামের আক্কাছ মিয়া’র সাথে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান যে তিনি একটা মিটিং এ আছেন। মিটিং শেষে যোগাযোগ করবেন।

অপরদিকে কবরস্থানের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করায় আ.লীগ নেতা আক্কাছ মিয়ার নামে সুস্থ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় এমপি ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।