ঢাকাMonday , 18 January 2021
আজকের সর্বশেষ সবখবর

সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের ‘প্রচার সপ্তাহ’ শুরু

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি :   ১০টি দাবি পূরনের লক্ষ্যে ‘প্রচার সপ্তাহ’ শুরু করেছে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ। এ উপলক্ষে সোমবার (১৮জানুয়ারি) সকালে নাগরিক আন্দোলন কমিটির সভাপতি পিযুশ চক্রবর্তীর সভাপতিত্বে হবিগঞ্জ বিডিহল সম্মুখে আলোচনা সভা অনুষ্টিত হয়। পরে দাবি সম্বলিত লিফলেট পথচারি ও ব্যবসা প্রতিষ্টানগুলোতে বিতরণ করা হয়।

 

 

ছবি : দাবী পুরণের প্রচার সপ্তাহ সভায় বক্তব্য রাখছেন দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধ শোয়েব চৌধুরী

 

 

দাবিগুলো হচ্ছে,হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের যন্ত্রপাতি বই কেনার নামে ৮ কোটি টাকা লুটপাটে দুদকের মামলার আসামী অধ্যক্ষ ডাঃ আবু সুফিয়ানকে অপসারণ ও গ্রেফতার, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসক, যন্ত্রপাতিসহ সকল সংকটের সমাধান, জেলার শিল্প প্রতিষ্টানগুলোতে ইটিপি প্ল্যান্ট চালু করে সকল নদ নদীকে শিল্প দুষণ থেকে রক্ষা, কৃষি জমিতে শিল্প প্রতিষ্টান গড়তে অনুমোদন না দেয়া, হবিগঞ্জ আধুনিক ষ্টেডিয়াম ও খোয়াই নদীর পাড় থেকে আবর্জনার স্তুপ অপসারণ ও পৌরসভার সুষ্টু বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ণ, মহাসড়কে হালকা যান চলাচলের জন্য আলাদা লেন চালু, হবিগঞ্জে ব্যাটারীচালিত যানকে নিবন্ধনের নামে দুর্নীতি বন্ধ করা, বিদ্যুত গ্রাহকদের ভুতুরে বিল থেকে রক্ষা ও দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারিকে অপসারণ, পুরাতন খোয়াই নদীর পাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, প্রান্তিক কৃষকদের উৎপাদিত পন্য ন্যায্যমূল্য পাওয়ার ব্যবস্থা ও কৃষি পন্য সংরক্ষনের জন্য হিমাগার স্থাপন ইত্যাদি।