ঢাকাWednesday , 19 May 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ -মাধবপুর রুটে যানবাহনগুলোতে মানা হয় না সামাজিক দূরত্ব

Link Copied!

জালাল উদ্দিন লম্করঃ  হবিগঞ্জ -মাধবপুর রুটে যাত্রী পরিবহনে নিয়মনীতি মানার কোনো বালাই না থাকলেও যাত্রীদের কাছ থেকে দেড়-দুইগুন ভাড়া আদায় করা হচ্ছে। নিয়মের বিষয়ে প্রশ্ন করলে মিলছে না জবাব। বুধবার (১৯মে) সকাল সাড়ে ১১ টার দিকে রতনপুর থেকে মাধবপুর যাওয়ার সময় ম্যাক্সিতে গাদাগাদি করে লোকজনদের বসাতে দেখা যায়।
ভাড়া আদায়ের বেলায় দেড় থেকে দ্বিগুন ভাড়া নেওয়া হচ্ছে। গণপরিবহনে সরকার নির্ধারিত নিয়ম না মানার কারন কি জানতে চাইলে কন্ট্রাক্টর সুরুজ আলী এ বিষয়ে তার কাছে কোনো জবাব নেই বলে জানান। যাত্রীদের প্রবল প্রতিবাদের তোয়াক্কা না করে এসময় সবার কাছ থেকে ডাবল ভাড়া আদায় করা হয়।

ছবি : হবিগঞ্জ -মাধবপুর রুটে যানবাহনগুলোতে মানা হয় না সামাজিক দূরত্ব

এ বিষয়ে মাধবপুর ম্যাক্সি স্ট্যান্ডের সিরিয়াল মাস্টার লিটন মিয়ার কাছে জানতে চাইলে লিটন কোনো কথা বলতে রাজী হন নি।যাত্রীদের অভিযোগ সবগুলো ম্যাক্সিতে একই কায়দায় যাত্রী পরিবহনন ও ভাড়া আদায় চলছে।