ঢাকাMonday , 20 March 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ১২০ টাকায় পুলিশের চাকরি পেল ৮০ জন

Link Copied!

“চাকরী নয়, সেবা” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলেন ৮০ জন ।

মাত্র ১২০ টাকায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন হবিগঞ্জ জেলার ৮০ জন চাকরি প্রার্থী।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলির সার্বিক তত্তাবধানে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে কয়েক হাজার আবেদনকারীর মধ্য থেকে ৮০ জন চাকরিপ্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

চলতি বছরের ২-৩ ও ৪ মার্চ  হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনলাইনে নিবন্ধিত ২৮০০ জন প্রার্থীদের নিয়ে যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু করা হয়েছিল।

তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই বাছাই শেষে গত ৯ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯ মার্চ সকালে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষনার পর উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

মৌখিক পরীক্ষা শেষে ১২ জন নারী ও ৬৮ জন পুরুষ মোট ৮০ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি ফলাফল ঘোষণা করতে গিয়ে বলেন, “এই নিয়োগ প্রক্রিয়ায় বিন্দুমাত্র অনিয়ম হয়নি।
কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে, শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

নিয়োগে ১২০ টাকার বাইরে কারো একটি টাকাও কাউকে দিতে হয়নি। এ সময় তিনি প্রাথমিকভাবে নির্বাচিত সকলকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ সার্কেল,এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ অফিসারবৃন্দ।