ঢাকাTuesday , 2 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে শুভেচ্ছা তোরণ ভেঙ্গে সড়কে প্রতিবন্ধকতা

Link Copied!

রিয়াজ রহমান :  বিজ্ঞাপন কিংবা রাজনৈতিক প্রচারাভিযানের অন্যতম মাধ্যম হচ্ছে ব্যানার, ফেস্টুন, তোরণ সহ আরও অনেক কিছু, আর এই ব্যানার ফেস্টুন বা তোরণ প্রদর্শনীর সবচেয়ে বেশি চোখে পড়ে শহরের মূল কেন্দ্রবিন্দুতে, তাছাড়াও প্রধান প্রধান সড়কেও এগুলো চোখে পরে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের প্রিয় নেতা-নেত্রীরকে বিশেষ শুভেচ্ছা জানাতে প্রধান সড়কে বিভিন্নভাবে তোড়ণ স্থাপন করেন  । কিন্তু দুঃখের বিষয় হলো এই সব তোরণ স্থাপনের পর তা আর অপসারণ করা হয় না, দীর্ঘদিন থাকতে থাকতে তা যেমন শহরের সৌন্দর্যের নষ্টের কারন হয়, আবার জনজীবনের চলাচলের জন্যও অনেক বাধার সম্মুখীন হতে হয়, হতাহতেরও আশঙ্কা থাকে এসব তোরণের জন্য।

ঠিক তেমনই হবিগঞ্জ শহরের প্রান কেন্দ্রগুলিতে ও প্রধান সড়কে রয়েছে অনেক ব্যানার, ফেস্টুন ও তোরণের ছড়াছড়ি।


এখন মৌসুমী ঝড় বৃষ্টিপাতের সময়, তাই সড়কে স্থাপনকৃত এসব ব্যানার, ফেস্টুন ও তোরণ বিভিন্ন সময় ভেঙে সড়কের উপর আচড়ে পরছে, যানবাহন চলাচলের বাধাগ্রস্ত করছে, পথচারীদের চলাচলের অনেক অসুবিধা হচ্ছে, আবার রাতের অন্ধকারে এগুলো উপচে পরলে সড়কে চলাচলকারী অনেকের হতাহতেরও একটা আশঙ্কা থাকে। গতকাল তেমনই একটি তোরণ পড়ে থাকতে দেখা যায় জেলা প্রশাসকের অফিসের মূল গেইটের সামনে, উল্টা দিকে রয়েছে বেসরকারী একটি হাসপাতাল তাছাড়াও একটু সামনেই হবিগঞ্জের মূল চিকিৎসাকেন্দ্র, হবিগঞ্জ সদর হাসপাতাল, এসবের চলাচলের ক্ষেত্রে যাত্রী ও পথচারীদের অনেক বিড়াম্বনা পোহাতে হয়েছে, আজ ও সবুজবাগ সংলগ্ন শহরের প্রাধান সড়কে একটি তোড়ণ পরে থাকতে দেখা যায়, তাই শহরে চলাচলকারী জননিরাপত্তার জন্য হবিগঞ্জ পৌরসভার যথাযথ ব্যবস্থা নেয়া উচিত।