ঢাকাWednesday , 28 July 2021
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে মেয়াদ উত্তীর্ণ গবাদি পশুর ঔষধ বিক্রয় করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

খায়রুল ইসলাম সাব্বির ||  আবারো মাঠে তৎপর হবিগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত মনিটরিং করা হচ্ছে বাজার এরই ধারাবাহিকতা। বৃহস্পতিবার (২৮জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শায়েস্তাগঞ্জ উপজেলার ড্রাইভার বাজার ও রেল স্টেশন রোড  এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

ছবি : অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা

এ সময় অভিযান পরিচালনা করে মেযাদোত্তীর্ণ বীজ বিক্রয় করার জন্য শায়েস্তাগঞ্জ চাষী বীজ ঘরকে ৩ হাজার টাকা একই সাথে মেয়াদ উত্তীর্ণ গবাদি পশুর ঔষধ বিক্রয় করার জন্য মদিনা ট্রেডার্স কে ৩ হাজার টাকা ও শাপলা ট্রেডার্স কে দুই হাজার টকা জরিমানা করা হয় ।

এসময় আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযান পরিচালনার সময় সার্বিক সহযোগিতায় ছিল শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম। এ বিষয়ে হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  দেবানন্দ সিনহা জানান জনস্বার্থে এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।