ঢাকাWednesday , 27 January 2021

শায়েস্তাগঞ্জে পরিমাপে কম দেওয়ায় ২ ফিলিং স্টেশন সহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

মুহিন শিপনঃ শায়েস্তাগঞ্জে পরিমাপে কম দেওয়ায় ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ জানুুয়ারি) দুপুরে বিএসটিআইয়ের পরিদর্শক মাসুদ রানার সহযোগিতায় উপজেলার কদমতলী ও দাউদনগর বাজারে অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম।
এসময় ১০ লিটার ডিজেলে ২৮০ মিলি কম হওয়ায় কদমতলী এলাকার ফোর এস ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, একই অভিযোগে মা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, একই সাথে ওজন পরিমাপক যন্ত্রে ৫ কেজিতে ২০ গ্রাম কম হওয়ায় ড্রাইভার বাজারের গউছেপাক মাংসের দোকানকে ১ হাজার টাকা, দাউদনগর বাজারের ময়না মিয়ার মাংসের দোকানকে ২ হাজার টাকা এবং রাজু মিয়ার পোল্ট্রি মোরগের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, প্রত্যেককেই সতর্কতামুলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন এস আই মুখলিছুর রহমানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম।