ঢাকাWednesday , 9 March 2022
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

Link Copied!

র‍্যালি ও আলোচনা সভার মাধ্যেমে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে স্কুল অব সোস্যাল সায়েন্সেস এর উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহনে একটি র‍্যালী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও স্থাপনা প্রদক্ষিন করে।

র‍্যালী পরবর্তী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে স্কুল অব সোস্যাল সায়েন্সেস এর ডিন প্রফেসর দিলারা রহমানের সভাপতিত্বে ও পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রথম ছাত্রী হলের এসিস্ট্যান্ট প্রভোস্ট জোবায়দা গুলশান আরা সিনথিয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আল-আমীন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, ইংরেজী বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর রোকেয়া বেগম, কাউন্সিলর সাইকোলজিস্ট মোছা: ফজিলাতুন্নেসা, সহকারি রেজিস্ট্রার সেলিনা চৌধুরী, শিক্ষার্থী মাদিয়া চোধুরী, প্রমূখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জহির বিন আলম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ও প্রথম ছাত্রী হলের প্রভোস্ট ড. জায়েদা শারমিন, আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. আলমগীর তৈমুর, ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর ড. হোসেইন আল মামুন, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. ফারজানা সিদ্দিকা, নৃ-বিভাগের প্রধান প্রফেসর আ ফ ম জাকারিয়া, বাংলা বিভাগের প্রফেসর ড. ফয়জুল ইসলাম্

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের এসোসিয়েট প্রফেসর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোঃ সামিউল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর শাকিল ভূইয়া, সমাজ বিজ্ঞান বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান খাঁন, ইংরেজীর এসিস্ট্যান্ট প্রফেসর মাসুমা আক্তার, জিওগ্রাফি এন্ড এনভাইরনমেন্টাল সায়েন্স এর এসিস্ট্যান্ট প্রফেসর সেতু আক্তার, প্রশাসনিক কর্মকর্তা নূরজাহান ফাতেমা, মোঃ শাহাদাৎ হোসেন চৌধুরী শিশির, মোহাম্মদ আবু শহিদ খাঁন, প্রমুখ।

সভায় স্কুল অব সোস্যাল সায়েন্সেস এর ডিন প্রফেসর দিলারা রহমান বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের সাথে আমাদের এসডিজি অর্জনে সফলতার ব্যাপারটি জড়িত। আমরা নিজেদের সভ্য দাবী করলেও আজও গণ পরিবহন ও কর্মক্ষেত্রে নারীদের অপ্রীতিকর পরিস্থিতির মূখোমুখি হতে হচ্ছে।

একটি দেশে নারী ও পুরুষের সমতা না থাকলে সে দেশ এগিয়ে যেতে পারে না। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘নারীর সু-স্বাস্থ্য ও জাগরন ‘ কে আমাদের প্রাত্যহিক ও জাতীয় জীবনে প্রতিফলিত করার উপর জোর দেন প্রফেসর দিলারা রহমান।

পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেন, একটি রাষ্ট্র ও সমাজ কতটা সভ্য তা পরিমাপের অন্যতম মাপকাঠি হচ্ছে সেই রাষ্ট্র ও সমাজে নারীদের অবস্থান কতটা সুসংহত, নারীরা কতোটা সম্মানিত। নারীর উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠার সাথে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা জড়িত।

নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক ঘোষণা ও সনদে স্বাক্ষরকারী অন্যতম দেশ হচ্ছে বাংলাদেশ। দেশে নারীর অধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়ন সরকারের সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি আন্তর্জাতিক দায়বদ্ধতাও।