ঢাকাSaturday , 10 December 2022
আজকের সর্বশেষ সবখবর

শহরে সিম বিক্রির নামে গ্রাহকের ফিঙ্গার নিয়ে চলছে প্রতারণা

Link Copied!

হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের সিম বিক্রির নামে সাধারণ মানুষের ফিঙ্গার নিয়ে চলছে প্রতারণা। কতিপয় অসাধু চক্র গ্রাহকের জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে গ্রাহকের অজান্তেই একাধিক সিম রেজিস্ট্রেশন করছে।

আর সেইসব ভুয়া সিম মোটা অংকের টাকার বিনিময়ে অন্য কোন অসাধু চক্র কিংবা অপরাধীর নিকট বিক্রি হচ্ছে। আর সেই অপরাধের দায় নিতে হচ্ছে সাধারণ অসহায় খেটে খাওয়া মানুষের।

সরেজমিনে দেখা যায়, হবিগঞ্জ শহরের আরডিহল মাঠ, পুরাতন হাসপাতাল এলাকার সরকারি নার্সিং ইনস্টিটিউট এর গেইটের সামনে, শায়েস্তানগর ও চৌধুরী বাজার এবং হবিগঞ্জ আদালত বড় সাইজের ছাতা টাঙ্গিয়ে এক রকম প্রকাশ্যেই চলছে অনুমোদনহীন ভাবে সিম বিক্রি।

লোভনীয় ইন্টারনেট, টক টাইমের অফার এবং ভিআইপি নাম্বার বিক্রির নামে ভ্রাম্যমানভাবে সিম বিক্রি করায় এরা নিজেদের ইচ্ছেমতই প্রতারণা করে যাচ্ছে সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষের সাথে প্রতারণার পাশাপাশি অবৈধভাবে সরকারী জায়গা এবং রাস্তা দখল করায় একদিকে যেমন বাড়ছে জনদূর্ভোগ অন্যদিকে রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজট। এখানে প্রশাসনের দৃষ্টি একান্ত প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।