ঢাকাThursday , 9 September 2021
আজকের সর্বশেষ সবখবর

শহরে বিভিন্ন কসমেটিক্সের দোকানে র‌্যাবের অভিযান : জরিমানা আদায়

Link Copied!

খায়রুল ইসলাম সাব্বির ||  ভেজালের দৌরাত্ম্য থেকে বাঁচতে দেশি কিংবা বিদেশি নামকরা ব্র্যান্ডের প্রসাধনীর জন্য ভোক্তারা শহরের নামিদামি দোকানের দ্বারস্থ হন।  হুবহু লোগো কিংবা প্যাকেজিংয়ের জন্য আসল নাকি ভেজাল বুঝা বড়ো মুশকিল । এরই ধারাবাহিকতায় নকল কসমেটিক্স পন্য সামগ্রী দোকানের রাখার অভিযোগে হবিগঞ্জের ৩টি দোকানে ভেজাল বিরোধী অভিয়ান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছে র‌্যাব-৯

 

 

 

 

 

ছবি : ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছেন সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম

 

 

 

 

 

 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) শহরের ৩ টি কসমেটিক্সের দোকানে লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম।

নকল পণ্য রাথার দায়ে শহরের দাস ব্রাদার্স, নূরে মদিনা এবং বর্ণমালা কসমেটিক্স এর দোকানে অভিযান চালানো হয়। অভিযানে নকল পন্য সামগ্রী রাখার দায়ে দাস ব্রাদার্স কসমেটিক্সকে ৩ হাজার টাকা, নূরে মদিনা কসমেটিক্সকে ৫ হাজার ও  বর্ণমালা কসমেটিক্সকে ৫ হাজার টাকাসহ সর্বমোট  ১৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।