ঢাকাSaturday , 3 April 2021
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে করোনাকালীন সময়ে দ্রব্যমূল্য এখন পাগলা ঘোড়া

Link Copied!

লাখাই প্রতিনিধি।। ৪ এপ্রিল ২০২১।।লাখাইয়ে বর্তমানে করোনাকালীন সময়ে আমাদের জীবনে বহুবিধ সমস্যার মধ্যে অন্যতম একটি হলো দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি।নিত্য ব্যবহার্য দ্রব্যের প্রতিনিয়ত দাম বাড়তে থাকায় কিছু মুনাফা শিকারি ও বিওশালী মানুষ বাদ দিলে অবশিষ্ট জনসাধারণের জীবনযাএা হয়ে উঠেছে দুর্বিষহ।

 

ছবি : প্রতীকি

 

 

সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতির ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষ দুঃখ-দৈন্যে দিশেহারা। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেতে-খামারে,কলে-কারখানায় খেটে খাওয়া শ্রমজীবী,নির্দিষ্ট আয়ের চাকরিজীবী ও মধ্যবিও পরিবারের মানুষ।

 

এ পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ হলেও দুর্নীতিবাজ মুনাফাখোর ব্যবসায়ীদের লাভের পরিমাণ বেশি। । এ ব্যাপারে উপজেলা প্রশাসন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি সাধারণ মানুষের।