ঢাকাSaturday , 7 January 2023
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ের হাট বাজারে ডাক্তার ছাড়াই হকারের ঔষধ বিক্রি

Link Copied!

লাখাই উপজেলার বিভিন্ন হাট বাজারের একশ্রেণীর হকার কোন ধরনের ডাক্তারের প্রশিক্ষণ ছাড়াই লোকজনের কাছে বিভিন্ন রোগের ঔষধ বিক্রি করছেন।

চটকদার কথা বলে সাধারন মানুষকে আকৃষ্ট করে যাচ্ছেন তারা। উপজেলার বুল্লা বাজার, কালাউক বাজার, বামৈ বাজার ও মোড়াকরি বাজারে এ চিত্র চোখে পড়ে।

ডাক্তার ব্যতীত অন্য কেউ কোন ধরনের ঔষধ দেয়ার নিয়ম না থাকলেও এসব নিয়মের তোয়াক্কা না করে হকাররা দিনে দুপুরে ঔষধ বিক্রি করে চলেছেন।

বিভিন্ন ভিটামিন সহ ব্যথা বেদনার উপশম, বিশেষ দুর্বলতার উপশমসহ নানা রোগের ঔষধ বিক্রি করেন এ হকাররা। এসব ঔষধ খেয়ে রোগ কমাতো দূরে থাক অনেকেই নানা ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত হচ্ছেন।

আবার অনেকেই অন্য ডাক্তারের চিকিৎসা নেয়াকালীন সকালের বিক্রি করা ঔষধ খেয়ে কিছুটা উপশম লাভ করে পুনরায় হকারদের ওষুধ খেতে উদ্বুদ্ধ হচ্ছেন।

অনেক ভুক্তভোগী জানান, প্রশাসনের নজরদারি না থাকায় এসব হকার মানুষকে ভুল বুঝিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছেন।