ঢাকাThursday , 30 March 2023
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বৈকালিক চেম্বার চালু।

Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের বৈকালিক চেম্বার চালু হয়েছে।

বৃহস্পতিবার (৩০শে মার্চ) বিকেল ৩ ঘটিকায় স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসকদের এই বৈকালিক চেম্বার চালু করা হয়।

প্রথম দিনে রোগী দেখেন ডাঃ রাজিব চক্রবর্তী, জুনিয়র কনসালটেন্ট (শিশু) , ডাঃ তারেকউজ্জামান, মেডিকেল অফিসার, ডাঃ জান্নাতুল নাইম, মেডিকেল অফিসার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচ এম ইশতিয়াক মামুন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার ফি (৩শ টাকা কনসালটেন্ট ও ২শ টাকা মেডিকেল অফিসার) নির্ধারন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় ।

পাইলট প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের অল্প কিছু সংখ্যক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেই পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত হওয়ায় বৃৃহস্পতিবারর থেকে এখানে কার্যক্রম শুরু হয়েছে।

এখন থেকে সাধারণ রোগীরা নিয়মিত বৈকালিক চেম্বারে এসে সরকার নির্ধারিত ফি দিয়ে ডাক্তার দেখানোর সুযোগ পাবেন।