ঢাকাWednesday , 30 June 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েছে : আহত ২

Link Copied!

রুবেল, মাধবপুর প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরের বেজুড়া নামক স্থানে ৭’শ ৫০ বস্তা সিমেন্টসহ ট্রাক উল্টে রাস্তার মধ্যে ছিটকে পড়েছে । এতে আহত হয়েছে ২ জন।
বুধবার (৩০জুন) সকাল ৬টার দিকে এ ঘঠনা ঘটে। এ সময় গাড়িতে থাকা চালক ও হেলপার আহত হন।

আহত হওয়া ট্রাকের হেলপার জানায়, সিমেন্টবাহী ট্রাকটি রাতের বেলায় ঢাকা থেকে ৭শ ৫০ বস্তা সিমেন্ট লোড করে নিয়ে আসছিল। বেজুড়ায় আসার পর বিপরীত দিক থেকে অনেক গুলো গাড়ি আমাদেরকে পিছনে ফেলার চেষ্টা করে । গুড়িগুড়ি বৃষ্টিতে রাস্তার অবস্থা ভাল না থাকায় এবং সিমেন্টের ওজন পরিমানের বেশি থাকায় গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তিনি আরো বলেন,  রাস্তার দুই পাশেই ছোট খাল রয়েছে। আমাদের গাড়িটি যদি নিচে নেমে যেত হয়ত আমরা বাঁচতে পারতাম না এবং গাড়িতে থাকা ৭’শ বস্তা সিমেন্ট ও পানিতে পড়ে খারাপ হয়ে যেত। এতে করে অনেক বড় লোকসান হতো।

ছবি : মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবাহী ট্রাক রাস্তার পড়ে রয়েছে

লকডাউনে গন পরিবহন বন্ধ থাকলেও অন্যন্য সব পরিবহনের জ্যাম লেগে ছিল। সকাল ৮টার দিকে হাইওয়ে পুলিশ গঠনাস্থলে উপস্থিত হয়ে সবকিছু পর্যবেক্ষণ করেন এবং রাস্তা থেকে গাড়িটি সরানোর ব্যাবস্থা করেন। সিমেন্টের বস্তা সরিয়ে সকাল ১০টার দিকে গাড়িটি রাস্তা থেকে সড়ানো হয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়।