ঢাকাWednesday , 28 July 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বিনামূল্য ধানের বীজ বিতরণ

Link Copied!

রুবেল, মাধবপুর প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুরে  খরিফ ২/২০২১-২২ সম্ভব্য বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে রোপা আমন ফসলের নাবী জাতের চারা উৎপাদনের লক্ষ্যে আপদকালীন রোপা আমন ধানের নাবী জাতের বীজ সহায়তার কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়।
বুধবার (২৮জুলাই) মাধবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বীজ  বিতরণ অনুষ্টান শুরু করেন।

ছবি : কৃষকদের হাতে ধানের বীজ তুলে দেযা হচ্ছে

উদ্বোধনী অনুষ্ঠানে মাধবপুর উপজেলার আদাঐর  ইউনিয়ন এর সম্ভুতপুর, খিলগাঁও, মেহেরপুরের ২০ জন কৃষকের মাঝে ধান বীজ  বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ,মাধবপুরের পৌর মেয়র আলহাজ্ব,মোহাম্মদ  হাবিবুর মানিক, আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান, উপজেলা কৃষি কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন অফিসার,পৌর কাউন্সিলরবৃন্দ ।