ঢাকাWednesday , 24 June 2020

মাধবপুরে বসছে জুয়ার আসর : সর্বস্বান্ত হচ্ছে যুবকরা

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :  মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের বিভিন্ন স্থানে প্রতিদিন বসছে জুয়ার আসর। গ্রামবাসীর বারবার বাধা দিলেও মানছেনা জুয়াড়িরা ।ফলে এলাকার অনেক যুবক জুয়া খেলে আজ পথে বসার উপক্রম।

জানা যায়, জুয়া খেলার স্থান ঈদগাহ মাঠের সাইডে,পুকুরপাড় সহ বিভিন্ন জায়গায় বসে জুয়ার আসর। এই এলাকার কয়েকটি ওয়ার্ডের তরুণ যুবকদেরকে একত্রিত করে জুয়া খেলার আসর বসিয়ে অবৈধ পন্থায় হাজার হাজার টাকার হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু ব্যাক্তিরা।

বুল্লা গ্রামের তরুন সমাজ সেবক, মৌমাছি সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মামুনুর রশিদ মামুন দৈনিক আমার হবিগঞ্জকে বলেন- তিনি এলাকার কিছু যুবককে নিয়ে থানায় অভিযোগ করে ছিলেন এবং কয়েকজন জুয়ারীকেও গ্রেফতার করা হয়েছিল। কিন্তু কিছু দিন যেতে না যেতেই এক শ্রেণির নেতাদের কারণে আবার প্রকাশ্যে জুয়া খেলার আসর বসানো হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।

জুয়া খেলার ফলে নানা রকম অপকর্মে জড়িয়ে পড়ছে যুবকরা।

এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।