ঢাকাSunday , 6 November 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বনবিভাগের অভিযানে বিষাক্ত সাপের ডিম উদ্ধার

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের আরিয়া গ্রামে হাজি মিয়া চাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পদ্ম গোখরা সাপের আতঙ্ক বিরাজ করে আসছিল।

আত্মরক্ষার্থে গ্রামবাসীর সহায়তায় ১৩টি গোখরা সাপের বাচ্চা মারা হয়। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ায় স্কুলের প্রধান শিক্ষিকা মাহমুদুন্নেছা মাছুমা পাখি প্রেমিক সোসাইটির উপদেষ্টা আজিজুর রহমান জয় ও সভাপতি মুজাহিদ মসির সাথে বিষয়টি শেয়ার করে।

বিষয়টি হবিগঞ্জ জেলা প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে অবহিত করা হলে বন বিভাগের স্ন্যাক রেসকিও টিমের ৩ ঘন্টা ব্যাপী অভিযানে ২০টি সাপের ডিম ও সাপের খোলস উদ্ধার কর হয়।

স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, আমরা বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়া আতঙ্ক দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, পাশাপাশি কার্বলিক এসিড ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছি।

তিনি আরো জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশক্রমে স্কুলের আশেপাশের ঝোপ-ঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।