ঢাকাWednesday , 18 May 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সড়ক ও জনপথ বিভাগ

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের শায়েস্তাগঞ্জ উপ শাখা।

বুধবার(১৮ মে) সকাল ১১ ঘটিকায় সড়ক বিভাগের নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে প্রায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।জানা যায়, এর আগে গত রবিবার পৌর এলাকায় মাইকিং করে সকলকে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য অবগত করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ জেলা এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোঃকামরুজ্জামান।

এসময় তিনি বলেন,মহাসড়কের দু-পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনাগুলো নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে মাধবপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কেউ যদি পরবর্তীতে আবার অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ শাখার অতিরিক্ত প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত) মোঃরমজান আলী, সার্ভেয়ার আবুল খায়ের,সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন, এবং উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন মাধবপুর থানার এসআই মোঃমনিরুল হক মুন্সীসহ পুলিশ সদস্যবৃন্দ।