ঢাকাFriday , 14 January 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের শিমুল ঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাজ শুরু করে দিয়েছে ঠিকাদার

Link Copied!

দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বন্ধ হয়ে থাকা মাধবপুর উপজেলার শিমুলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারন কাজ পুনরায় চালু করার নিমিত্তে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় রড আনা হয়েছে।

শুক্রবার (১৪জানুয়ারি) দুপুরে একটি মিনি পিকআ্যাপ ভ্যানে করে এই রড নিয়ে আসে ঠিকাদারের লোকজন। তাদের সাথে কথা বলে জানা গেছে দুএকদিনের মধ্যেই আবার পুরোদমে কাজ শুরু করা হবে।

প্রায় ১ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়টির উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল কন্স্ট্রাকশন রডের দাম বৃদ্ধির অজুহাতে ৩ মাস আগে বন্ধ করে দেয়।

দৈনিক আমার হবিগঞ্জে এ বিষয়ে মাধবপুরের শিমুলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন কাজ বন্ধ রেখেছে ঠিকাদার এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ।

যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম আমার হবিগঞ্জকে জানান, সংবাদ প্রকাশের পর দ্রুততম সময়ে বিদ্যালয়টির উর্ধ্বমুখী সম্প্রসারনের কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে।