ঢাকাSaturday , 4 December 2021
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে হাফ ভাড়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Link Copied!

Φ

সৈয়দ আব্দুল মান্নান , হবিগঞ্জ: সারাদেশের সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি হাফ ও নিরাপদ সড়কের দাবিতে হবিগঞ্জের বাহুবলে মহাসড়ক দেড়ঘন্টা অবরোধ করে দাবি আদায়ী বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌছাক এলাকায় তারা যানবাহন বন্ধ করে দিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে। এসময় ওই সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এসময় বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন প্লে-কার্ড হাতে নিয়ে মহাসড়কে শুয়ে পড়ে। এ সময় মাইকে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। লেগেছেরে লেগেছে আগুন লেগেছে,  মামা গাড়ী সাবধানে চালাও, জ্বলছে আগুন জ্বলবে, ছাত্র সমাজ জেগেছে ইত্যাদি স্লোগান দিতে থাকে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সাবেক উপজেলা চেয়ারম্যান উপস্থিত হয়ে তাদের শান্তনা দিলে বেলা সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বলেন, তাদের যৌক্তিক দাবির সাথে আমরা একমত পোষন করে তাদের বুঝিয়ে অবরোধ তুলেছি।

কাল ((রবিবার) উপজেলা নির্বাহি অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করবে শিক্ষার্থীরা বলেও জানান তিনি।