ঢাকাSunday , 25 September 2022
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : উত্তোলনকৃত বালু জব্দ

Link Copied!

অবৈধভাবে বালু উত্তোলন করে মারাত্মক ভাবে পরিবেশ বিপর্যয়ের অপরাধে হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রশাসন ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে ৮শ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বাহুবলের বানিয়াপট্রির শ্মশান ঘাটকে ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে ঐতিহ্যবাহী করাঙ্গী নদীর পার ভেঙ্গে কতিপয় অসাধু ব্যবসায়ীরা বালু ব্যবসা করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলনকৃত ৮শ ঘনফুট বালু জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন জানান, সরকারী খাস থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের মারাত্বক ক্ষতি সাধনের সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮শ ঘনফুট বালু জব্দ করা হয়, যা পরবর্তীতে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তক্রমে নিলামে বিক্রি করে বিক্রিত অর্থ রাস্ট্রীয় কোষাগারে জমা করা হবে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ।

জনস্বার্থে প্রশাসনের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।