ঢাকাWednesday , 29 April 2020
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে বোরো ধানে হতাশ কৃষকরা

Link Copied!

সুমন পারভেজ বাহুবল প্রতিনিধি  :   বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপুর্ণ হচ্ছে ধানের ফসল। আর এত মেহনত পরিশ্রম করার পরও যদি ফসল মনের মতো না হয় তাহলে মাথায় হাত দেওয়া ছাড়া আর কি করার আছে।

বোরো ফসলি ধানের মাঝে আছে এমন অনেক জাতের ধান। এসব থেকে আটাইশ জাতের ধান হচ্ছে অন্যতম লাভজনক ধান। আর এ বছর আটাইশ জাতের ধান করে লোকসানে পড়েছেন কৃষকেরা।

ছবি : বাহুবলে বোরো ধানের এবার চিটা দেখা দেয়ায় হতাশ কৃষকরা

এ ব্যাপারে কৃষকদের কাছে জানতে চাইলে তারা বলেন, এক দিকে মানুষের রোগ ( করোনা ভাইরাস) আর অন্য দিকে ফসলি রোগ। কোন ভাবেই মিলাতে পারছি না। একটা ধানের ক্ষেত করতে কতো টাকা খরচ হয়, কত মেহনত পরিশ্রম করতে হয়। তারপর আবার ধান মরে যায়। পুরা ফসল টা ই মাইর খাইলাম। যে পরিমান ধান পাইছি তা দেখলে মাথা ঘুরে। এ যেন আল্লাহ তায়া’লার গজব।

আরেকজন চাষী জানালেন – যেখানে ৪০-৫০ মণ ধান হওয়ার কথা ঐ জমিতে ধান পেলাম মাত্র ২০-২৫ মণ! কি আর করার আল্লাহ যেমন দিয়েছেন, তা মেনে নেওয়া ছাড়া কোন উপায় নেই।

তবে, কি কারণে ধানে এমন রোগ আসলো তা অনেকেরই অজানা। কেউ বলছেন অতিরিক্ত খরার কারণে, কেউ বলছেন সারের কারণে, আবার কেউ কেউ বলেন এটা একটা প্রাকৃতিক রোগ।