ঢাকাTuesday , 22 November 2022
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

Link Copied!

বাহুবল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন এর সভাপতিত্বে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) সভায় ব্র্যাকের পক্ষে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক তারিক আজিজ কর্মসূচির বাল্যবিবাহ প্রতিরোধে বাহুবল উপজেলায় চলমান কার্যক্রমের আপডেট উপস্থাপনসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তাসহ যে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে তা বিস্তারিত তোলে ধরেন।

সভায় বাহুবল উপজেলার বাল্যবিবাহ পরিস্থিতি উপস্থাপন করেন বাহুবল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মদ রেহেনা বেগম।

বাহুবল উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনও তাদের স্ব স্ব ইউনিয়নের বাল্যবিবাহের অবস্থা তুলে ধরেন।

সভার সভাপতি বাহুবল উপজেলার নির্বাহী অফিসার জন্ম নিবন্ধের ও বিবাহ রেজিষ্ট্রেশনের সময় যথাযথ রেজিস্টারে বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে যেন কোন ধরনের অনিয়ম না হয় সে বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও কাজীদের কে যথাযথ পদক্ষেপ গ্রহন করার নির্দেশ দেন।

সভা আয়োজনে বাহুবল উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগীতা প্রদান করেন ব্র্যাকের বাহুবল সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচীর অফিসার শিরিন সুলতানা