ঢাকাTuesday , 5 July 2022
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে ২৪ ঘন্টাই লোডশেডিং : পবিস’র দাবি সারাদেশে একই চিত্র

Link Copied!

বেশ কিছুদিন ধরে বানিয়াচঙ্গে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট লক্ষ্য করা যাচ্ছে। গত দুই দিন ধরে অসহনীয় পর্যায়ে চলে গেছে।

দুই দিন ধরে ২৪ ঘন্টাই লোডশেডিং করা হচ্ছে। উপজেলার প্রায় এলাকা থেকে দিনে-রাতে কয়েকবার করে লোডশেডিং করার খবর পাওয়া যাচ্ছে।

তীব্র গরমে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলার বিদ্যুৎ গ্রাহকরা।

এ ব্যাপারে কথা হচ্ছিল হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বানিয়াচং জোনাল অফিসের ডিজিএম পারভেজ ভূঁইয়ার সাথে।

তিনি পর্যায়ক্রমে উপজেলার সব এলাকায় লোডশেডিং করে সমগ্র উপজেলায় ২৪ ঘন্টাই লোডশেডিং করার কথা স্বীকার করে জানান, শুধু বানিয়াচংয়ে নয়; সারা দেশে একই চিত্র।

কারণ হিসেবে জানালেন, ইউক্রেন যুদ্ধের ফলে তেল আমদানি বন্ধ। তাই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

এজন্য লোডশেডিংয়ের কবলে পড়েছে সারা দেশই। তিনি বলেন, এ সমস্যার কারণে সমগ্র বানিয়াচং উপজেলার সব এলাকায়ই প্রতিদিন পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে।

সহসাই এ সমস্যার সমাধান হচ্ছেনা জানিয়ে লোডশেডিং থেকে কিছুটা রেহাই পেতে বিদ্যুৎ গ্রাহকদেরকে তিনি বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার অনুরোধ জানান।

তার কথার সূত্র ধরে অনুসন্ধান করে জানা যায়, ইউক্রেন যুদ্ধের পর তেল সংকট দেখা দিয়েছে।

তাই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গিয়েছে। এতে প্রায় ১৫শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

এদিকে বিবিয়ানা গ্যাস প্লান্ট সাটডাউনে আছে তাই গ্যাসের চাপ কম। এজন্য গ্যাসের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে সেগুলোও বন্ধ হয়ে গেছে।

যার ফলে প্রায় সারা দেশেই বিদ্যুতের চাহিদার চেয়ে ১৫শ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। এই ঘাটতি পূরণ করতে সারা দেশে লোড ভাগ করে দিয়েছে ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার (এনএলডিসি)।

এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

এতে অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে।

যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহ অন্যান্য সব দেশের মতো আমাদেরও সমস্যায় ফেলেছে।

এ পরিস্থিতিতে আপনাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।”