ঢাকাMonday , 21 December 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে জমি নিয়ে বিরোধ : দুইদলের সংঘর্ষে নিহত ২

Link Copied!

ছবি : বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত এক ব্যক্তির মরদেহ

 

বানিয়াচং প্রতিনিধি :   বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বাল্লা গাজীপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুইদলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গত রবিবার (২০ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামে রাজধন মিয়ার পুত্র নূরুল হক (৫০) ও মৃত ওয়াজেদ উল্লার পুত্র কাঁচা মিয়া (৮০)।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা যায়, নিহত নূরুল হকের সাথে একই গ্রামের আলাই মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে দুইপক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নূরুল হককে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় কাঁচা মিয়া মারা যান। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।