ঢাকাThursday , 10 March 2022
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Link Copied!

বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মুজিববর্ষের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বানিয়াচং পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, ১১নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, ১২ নং সুজাতপুর চেয়ারম্যান মোঃ সাদিকুর রহমান,

ফায়ার স্টেশন কর্মকর্তা তোফাজ্জুল হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সেক্রেটারি শিব্বির আহমদ আরজু ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সুদীপ কুমার দেব।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস। এবারের প্রতিপাদ্য ছিল ‘মুজিব বর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৮নং খাগাউড়া চেয়ারম্যান মাসউদ কুরাইশী মক্কী, সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন ও মেধাবিকাশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে উপজেলা পরিষদ মাঠে ফায়ার স্টেশন সদস্যদের মাধ্যমে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।