ঢাকাSaturday , 6 March 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে আধুনিক প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Link Copied!

শিশির বানিয়াচংঃ  বানিয়াচং উপজেলায় ভাসমান বেডে সবজি ও মসলা চাষের আধুনিক প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৫ মার্চ) বিকাল ৩ টায় বানিয়াচং উপজেলার কৃষি বিভাগ হল রুমে সরেজমিনে গবেষণা বিভাগের আয়োজনে  হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দীনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট প্রশিক্ষণ ও যোগাযোগ পরিচালক  ডা.মুহাম্মদ সামছুল আলম।

ছবি : বানিয়াচংয়ে আধুনিক প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে পতিত জমির ব্যবহার নিশ্চিত করতে হবে।ভাসমান কৃষি এর অনন্য উৎস।এতে অনেক সুবিধা।অপরিত্যাক্ত ডোবাগুলো চাষের আওতায় নিয়ে এসে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভাসমান বেড পদ্ধতিকে সম্প্রসারিত করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সরেজমিন গবেষণা বিভাগ সিলেট ড.মাহমুদুল ইসলাম নজরুল,সাইটিফিক সহকারী হারুন উর রশীদ,কৃষি কর্মকর্তা হাসেম,সহকারি বৈজ্ঞানিক আল-আমিন।
এতে বানিয়াচং ১নং ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।