ঢাকাSaturday , 12 June 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়র মকার হাওরে পানি ব্যবস্থাপনা কমিটি গঠন

Link Copied!

শামীম চৌধুরী, বানিয়াচং :  বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকার হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক মকার হাওর (পার্ট-সি) পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন(WMA) গঠনের উদ্দেশ্যে আহবায়ক কমিটির সভা শুক্রবার (১১ই জুন) কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের  উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা ডঃ মোঃ জাহিদ (পানি উন্নয়ন বোর্ড ঢাকা)ও মোঃ এনামুর রহমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা (পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা) উপস্থিত থেকে হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার পানি ব্যবস্থাপনার ১১ কমিটিকে নিয়ে মোঃ জসিমুল হক সোহেলকে আহবায়ক ও মোঃ নজরুল ইসলাম খানকে যুগ্ম আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি গঠন করা হয়।

ছবি : বানিয়াচংয়র মকার হাওরে পানি ব্যবস্থাপনা কমিটি গঠন করা উপলক্ষে সভা অনুষ্ঠিত

এসময় আরও উপস্থিত ছিলেন, ৬নং কাগাপাশা ইউপির চেয়ারম্যান এরশাদ আলী ,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারণ উপদর্শক মোঃ মোজাহের নবী, ঊপম কুমার শিকদার,মোঃ রফিকুল আলম,মোঃ আহসান হাবিব,মোঃ ফরিদুল ইসলাম, মাসুদ রানা্ এছাড়াও বানিয়াচং ও নবীগঞ্জ হাওর অঞ্চলের পানি ব্যবস্থাপনা ১১ কমিটি থেকে উপস্থিত ছিলেন,মোঃ জসিমুল হক সোহেল সভাপতি মেঘনা পানি ব্যবস্থাপনা কমিটি,মোঃ আব্দুল মোহিত চৌধুরী সভাপতি সানরাইজ (পা,ব্য,ক,)মুক্তিযোদ্ধা জহরাল দাশ সভাপতি(কুমার খাল পা,ব্য,ক) এবং ডিজিটাল পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম খাঁন সহ ১১ কমিটির সভাপতি সাধারন সম্পাদক বৃ্ন্দ ও বানিয়াচং নবীগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ।