ঢাকাTuesday , 5 July 2022
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন বিধান কৃষ্ণ দাস সরকার

Link Copied!

বন্যার পানি কমলেও, চারদিকে বাড়ছে ত্রাণের জন্য হাহাকার। স্মরণকালের বন্যায় দেশের অন্য অঞ্চলের মতো বানিয়াচং উপজেলাতেও বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। ভেসে গেছে অনেক ঘরবাড়ি, খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার।

বানভাসি মানুষের আহাজারির কথা ভেবে, বসে নেই আওয়ামী লীগ নেতা বিধান কৃষ্ণ দাস সরকার। নিম্ন এলাকাসহ উপজেলার আশপাশের এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ক্ষুধার্তদের ত্রাণের প্যাকেট তুলে দিচ্ছেন তিনি।

এরই ধারাবাহিকতায় তিনি মঙ্গলবার (৫জুলাই) বেলা ১১টার দিকে বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে নৌকা যোগে গিয়ে তার ব্যক্তিগত উদ্যোগে  ৫শ বানভাসি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ।

মানবতাই ধর্ম এই শ্লোগান নিয়ে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন নির্ভীক আওয়ামী লীগ নেতা, বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের কার্যকরি সদস্য , হবিগঞ্জ-২ আসনের দুইবারের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, রেড ক্রিসেন্ট সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য বিধান কৃষ্ণ দাস সরকার।

এসময় উপস্থিত ছিলেন ৫নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জু কুমার দাশ,বানিয়াচং ডা: ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিটন চন্দ্র দাস,আওয়ামী লীগ নেতা রনজয় দাস বাপ্পী , ছাত্রলীগ নেতা জাকির হোসেন,সাংবাদিক জসিম উদ্দিনসহ বানিয়াচং থানা পুলিশের একদল সদস্য ।

আওয়ামী লীগ নেতা বিধান কৃষ্ণ দাস সরকার দৈনিক আমার হবিগঞ্জকে জানান,যতদিন বন্যা পুরোপুরি উন্নতি না হচ্ছে ততদিন পর্যন্ত আমি হবিগঞ্জ-২ আসনের বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করবো । আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু আজীবন দুর্গতদের পাশে থেকেছেন। আমরাও বঙ্গবন্ধুর মতো কাজ করে যাবো,দু:স্থ মানুষের পাশে থাকবো ।