ঢাকাSaturday , 1 October 2022
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ের শেলী বক্সিংয়ে সাউথ এশিয়ান নকআউট চ্যালেঞ্জ পর্বে বিজয়ী

Link Copied!

ইউনিভার্সেল বক্সিং চ্যাম্পিয়ানশিপ ২০২২ দা সাউথ এশিয়ান নকআউট চ্যালেঞ্জ পর্বে বিজয়ী হয়েছে বানিয়াচংয়ের মেয়ে তানজিমা সুলতানা শেলী।

শুক্রবার (৩০সেপ্টেম্বর) ঢাকার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত বক্সিং প্রতিযোগীতায় রংপুরের শারমীন আক্তার রুমকি কে হারিয়ে বিজয়ী হন শেলী।

ছবি : বিজয়ী শেলীর গলায় মেডেল পরিয়ে দেয়া হচ্ছে

প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং বক্সিং ক্লাবের কোচ জুয়েল রহমান,টিম ম্যানেজার সাহিবুর রহমান। প্রতিযোগীতায় টাইম কিপিংয়ে ছিলেন বানিয়াচংয়ের আরেক বক্সার লিপি সুলতানা মনি।

ছবি : বিজয়ী হওয়ার পর শেলীর উচ্ছ্বাস

পরে বিজয়ীর হাতে মেডেলসহ নগদ অর্থ পুরষ্কার হিসেবে তোলে দেন প্রতিযোগীতায় আসা প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিজয়ী তানজিমা সুলতানা শেলী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সে বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের পূর্ব তোপখানা মহল্লার আব্দুর শহীদ ও তাহমিনা বেগমের কন্যা। ৮ ভাই বোনের মধ্যে শেলী সবার ছোট।

আগামী বিপিএল বক্সিং প্রতিযোগীতায় সে অংশ নিবে। ভবিষ্যতে সে একজন পেশাদার বক্সার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন ইউনিভার্সেল বক্সিং চ্যাম্পিয়ান শিপ সাউট এশিয়ান নকআউট পর্বের বিজয়ী তানজিমা সুলতানা শেলী।