ঢাকাTuesday , 16 November 2021
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসনের উদ্যোগে বীর উত্তম জগৎজ্যোতি দাসের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Link Copied!

আজমিরীগঞ্জ প্রতিনিধি  :   হবিগঞ্জের আজমিরীগঞ্জে ঐতিহাসিক বদলপুর যুদ্ধ ও শহীদ বীর উত্তম জগৎজ্যোতি দাস ও শহীদ গোপেন্দ্র দাশ স্মরণে শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

মঙ্গলবার(১৬ নভেম্বর) সকালে বীর উত্তম শহীদ জগৎজ্যোতি দাসের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী ও বিভিন্ন মুক্তিযুদ্ধাগণ ।

পরে তার স্মরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

ছবি : আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মর্ত্তুজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া প্রমুখ।

 

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ নভেম্বর। অগ্নিঝড়া এ দিনে ভাটি বাংলার অন্যতম অকুতোভয় গেরিলা কমান্ডার জগজ্যোতি দাস আজমিরীগঞ্জ উপজেলার নিজ জন্মভূমি জলসুখা থেকে ৫ কিলোমিটার উত্তরে বদলপুর গ্রামের দক্ষিণে কৈয়ারবিল নামক স্থানে পাকবাহিনীর সাথে সম্মুখ সমরে এক সহযোদ্ধাসহ শহীদ হন।

পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আল বদরদের কাছে জগৎজ্যোতি ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। তিনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা।