ঢাকাFriday , 9 July 2021

নবীগঞ্জে চিকিৎসক অলকের বিরুদ্ধে রোগীদের সাথে অশোভন আচরণ করার অভিযোগ

Link Copied!

স্টাফ রিপোর্টার :  নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্রেক্সে কর্তব্যরত চিকিৎসক অলক বনিকের বিরুদ্ধে হাসপাতালে আসা রোগীদের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছে৷ চিকিৎসা নিতে আসা অসংখ্য  ভুক্তভোগী এমনটাই জানিয়েছেন। জানা যায়,অলক বনিক নবীগঞ্জ হাসপাতালে আসা এক নবাগত চিকিৎসক৷ তিনি ইমার্জেন্সিতে দায়িত্বরত অবস্থায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণসহ অপেশাদারী মনোভাব পোষন করছেন।ঠুনকো বিষয় নিয়ে রোগীদেরকে গালমন্দ ও করছেন তিনি।

 

 

 

ছবি : নবীগঞ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অলক বণিকের ফাইল ছবি

 

 

 

তাছাড়া চিকিৎসক অলকের হাসপাতাল সংলগ্ন বাড়ি হওয়ায় নাইট ডিউটি হলে সেইরাতে ইমারজেন্সিতে উপস্থিত না থেকে তার বাড়িতে রাত্রি যাপন করেন তিনি। ফলে রাতে আসা রোগীরা তার সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গুরুতর কোনো রোগী হলে তাকে ফোন করে নিয়ে আসতে হয়।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন স্টাফ দৈনিক আমার হবিগঞ্জকে জানান, স্যার এলাকার লোকাল বয় হওয়াতে যত সমস্যা৷ যার কারণে আমরা মুখ খুলে কোনো কিছু বলতে পারিনা৷

 

বিষয়টি নিয়ে চিকিৎসক অলক বণিকের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি।