ঢাকাFriday , 21 October 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জের রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ কমিটিতে অনিয়মের অভিযোগ৷

Link Copied!

নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ইমামবাড়ী রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ কমিটিতে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বশীল ৩জন অভিভাবক প্রতিনিধিগন৷

বিগত ১৯ জুলাই ২০২২ ইং তারিখে ইমাম বাড়ী রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকারী বিধি মোতাবেক একজন কম্পিউটার ল্যাব অপারেটর ও একজন নিরাপত্তা প্রহরী নিয়োগের আদেশ আসলে রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোশাহিদ আলী বিগত ১৩/০৯/২০২২ ইংরেজি তারিখে বিদ্যালয়ের নোটিশ বহিতে সাক্ষরের মাধ্যমে ম্যানেজিং কমিটির সকল সদস্যদের দাওয়াত প্রদান করেন।

একজন কম্পিউটার ল্যাব অপারেটর ও একজন নিরাপত্তা প্রহরী নিয়োগের ব্যাপারে নিয়োগ কমিটি গঠনের জন্য ১৮/০৯/২০২২ ইংরেজী তারিখে এক সাধারন জরুরী সভার আয়োজন করেন।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের ব্যক্তিগত কারন দেখিয়ে ১৮/০৯/২০২২ ইং তারিখের সাধারন সভা বাতিল করে দেন।

পরবর্তীতে কমিটি গঠনের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আর কোন সাধারন সভার আয়োজন হয়নি, এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপনে নিয়োগ কমিটি গঠন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে প্রেরণ করেন৷ এতে করে রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য ফরহাদ আহমেদ মোঃ আব্দুল্লাহ মিয়া ও বদরুজ্জামান চৌধুরী (স্বাধীন) নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে নিয়োগ কমিটি বাতিল করে পুনরায় নিয়োগ কমিটি গঠনের জন্য একটি অভিযোগ দাখিল করেন৷

এ বিষয়ে প্রধান শিক্ষক শাহ্ মোশাহিদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত হয়নি বলে জানালেও পরবর্তীতে গণমাধ্যমে বক্তব্য দিতে রাজি হননি।

এঘটনায় দীর্ঘদিন যাবত বিষয়টি নিয়ে এলাকার অভিভাবক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে এই অনিয়মের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে৷