ঢাকাWednesday , 13 October 2021

চুনারুঘাট পৌরসভায় যানজট নিরসনে পৌর পরিষদের অভিযান 

Link Copied!

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পৌরসভা সদরে যানজট নিরসনে পৌর পরিষদের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল সহ কাউন্সিলদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ছবি : চুনারুঘাট পৌরসভায় যানযট নিরসনে পৌর পরিষদের অভিযান 

উপজেলার সদর বাজার ত্রিমুখী সড়কের দু’পাশে স্থায়ী ও অস্থায়ী সহ ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা। আবার প্রায় জায়গায় অবৈধভাবে গাড়ির পার্কিং সহ স্ট্যান্ডের অবস্থান। তাছাড়া বৈধ অবৈধ অটোরিকশা,টমটম সহ বালু বুঝাই ট্রাক,ট্রাক্টর,সেডট্রাক,কাভার্ড ভ্যান,ট্রান্সপোর্ট সহ ব্যবসায়ীদের ছড়িয়ে ছিটিয়ে রাখা মালামাল প্রায় জায়গায় সড়কপথ সংকুচিত হয়ে রয়েছে।
দফায় দফায় অভিযানসহ বিভিন্নভাবে বিধান তৈরি করেও সমাধান পাওয়া যাচ্ছে না।যার ফলে বাণিজ্যের একমাত্র বাজার চুনারুঘাট এসে ভুক্তভোগী হচ্ছেন উপজেলার ৫ লক্ষ মানুষ।
যার ফলে গণযোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন ভুক্তভোগী গণ।
পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করে কিছুটা প্রশাসনিক তদারকি হলেও বুড়ো আঙুল দেখিয়ে আবার অবস্থান নিচ্ছে অশৃঙ্খলকারীরা। শেষমেষ আজ(বুধবার) পৌরসভার নয় কাউন্সিলর সহ স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে শহরের যানযট নিরসনে পদক্ষিনসহ কঠোরভাবে হুশিয়ার করে দিয়ে নির্দিষ্ট জায়গায় পার্কিং সহ স্ট্যান্ড ব্যবহার অনুরোধ জানান।
এবিষয়ে পৌর মেয়র সাইফুল আলম রুবেল জানান,আজ আমরা সকলকে অবগত করে দিয়েছি। কাল থেকে কঠোরভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।